বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিলেট প্রেসক্লাব
সিলেটে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিলেট প্রেসক্লাব
সিলেট প্রতিনিধি :: (১২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) সিলেটের আদালত প্রাঙ্গনে পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল ও যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ এক যুক্ত বিবৃতিতে বলেন, আদালতের মত সুরক্ষিত আঙ্গিনায় সাংবাদিকদের উপর এমন ঘৃন্য হামলা দুঃখজনক ও লজ্জাজনক।
এসময় তারা অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সিলেটের আদালত এলাকায় সন্ত্রাসী হামলায় আহত হন যমুনা টিভির সিলেট ব্যুরোর ভিডিও জার্নালিস্ট নিরানন্দ পাল, দৈনিক যুগান্তর ও দৈনিক শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক মামুন হাসান।
পাথর কোয়ারিতে শ্রমিক মৃত্যুর মামলায় হাজিরা দিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী সিলেট আদালতে আসেন।
এসময় আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে লিয়াকত বাহিনীর সদস্যরা সাংবাদিকদের উপর হামলা চালায়। এতে তারা আহত হন। এছাড়া তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়।
আহত নিরানন্দ পাল এর অবস্থা গুরুতর। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বড়পুকুরিয়া খনির কয়লা খোলাবাজারে বিক্রির দাবিতে সংবাদ সম্মেলন
শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে