মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে ৩ হাজার পিস ইয়াবাসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহে ৩ হাজার পিস ইয়াবাসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: (১৭ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২১মি.) ময়মনসিংহে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী ও জয়িতা শিল্পী এ তথ্য জানান। এসময় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার লাবনী, ওসি ডিবি আশিকুর রহমান ও ইন্সপেক্টর মিডিয়া মুর্শেদ প্রমূখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে মাসকান্দা ও চরপাড়া এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ছানোয়ার হোসেন (২২) ও ২০০ পিস ইয়াবাসহ আম্বিয়াকে গ্রেফতার করা হয়।
পরে একই দলের অভিযানে ওই রাতেই ৫০ পিস ইয়াবাসহ সোহেল রানা (৩০) এবং ২৫০ পিস ইয়াবাসহ অন্তর (২০), ইয়াসিন আরাফাত (২০) ও সুজনকে (২৮) গ্রেফতার করা হয়।
অপরদিকে ডিবি’র এসআই আনোয়ার হোসেন ও এসআই আক্রাম হোসেনের নেতৃত্বে অপর টীম ওই রাতেই গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবাসহ কান্দিপাড়ার কামরুল (৪৫), ২শ’ পিস ইয়াবাসহ ছফি (২৫) ও গিয়াস উদ্দিন (৩০) কে গ্রেফতার করে।
ময়মনসিংহ মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়।