রবিবার ● ৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন ছিদ্দিকী এর বিদায়ী সংবর্ধনা
অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন ছিদ্দিকী এর বিদায়ী সংবর্ধনা
ষ্টাফ রিপোর্টার :: (২৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৮মি.) রাঙামাটি পার্বত্য জেলায় দীর্ঘদিন সুনামের সহিত কর্মরত জেলা বিশেষ শাখা’র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন ছিদ্দিকীকে আজ রবিবার দুপুরে রাঙামাটি শহরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ও সংবর্ধনা প্রদান করা হয়।
রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবীর।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, রাঙামাটি (সদর সার্কেল) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও সহকারী পুলিশ সুপার রনজিত কুমার পালিত উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশেষ শাখা ডিআইও মো. পারভেজ আলী, মোহাম্মদ শহীদ হোসেন, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যজিৎ বডুয়া, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ, ট্রাফিক বিভাগের টিআই নীতি বিকাশ দত্ত, মোহাম্মদ ইসমাইল, পুলিশ লাইন্স এর আর আই, মো. সাহাব উদ্দিন দেলোয়ার ও নিউ পুলিশ লাইন্স সুখীনীলগঞ্জ এর ইনচার্জ মো. সামছুল হক প্রমুখ।
জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা শেষে অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন ছিদ্দিকীকে জেলা বিশেষ শাখা’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।





রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
কাউখালীতে ফেরিওয়ালা নিখোঁজ