বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে যাত্রীরা
রাঙামাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ: চরম ভোগান্তিতে যাত্রীরা

ষ্টাফ রিপোর্টার:: বুধবার ২৩ ডিসেম্বর রাঙামাটি শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজি অটোরিক্সা চলাচল হঠাত্ করে বন্ধ করে দেয় চালকরা৷ এতে চরম ভোগান্তিতে পড়ে খাগড়াছড়ি, বান্দরবান, কাপ্তাই, রাজস্থলী, কাউখালী, নানিয়ারচর ও চট্টগ্রাম থেকে আসা বাস যাত্রীরা এবং নদী পথে আসা লঞ্চ যাত্রীরা৷ রিজার্ভ বাজার, তবল ছড়ি, বনরম্নপা, কলেজ গেইট, ভেদভেদী এলাকার জন সাধারন বিপাকে পড়ে ৷ পায়ে হেটে পাঁচ থেকে সাত কিলোমিটার পথ যাতায়াত করতে দেখা গেছে ৷ অনেক মহিলা যাত্রী দীর্ঘ বাস যাত্রার পর শিশু কোলে করে বড় বড় ভারী লাগেজ নিয়ে অনেক কষ্ট করে পথ অতিক্রম করতে দেখা গেছে ৷
বুধবার সাপ্তাহিক বাজারের দিন হওয়াতে যানবাহন সংকটে পড়েন সাধারন যাত্রীরা ৷ শহরে প্রায় দুই ঘন্টা সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ থাকার পর জনগনের ভোগান্তির কথা স্থানীয় প্রশাসনে ছড়িয়ে পড়লে তাত্ক্ষনিক কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশীদ রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহিদুজ্জামান রোমান সহ সাতজন চালক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান৷ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাঈদ তারিকুল হাসান এর সভাপতিত্বে চালক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় ৷ জেলা পুলিশ সুপার দোষী ব্যক্তির যথাযত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিষয়টি নিষ্পত্তি হয় ৷ দুপুর ২ টার পরে শহরে সিএনজি অটোরিক্সা চলাচল স্বাভাবিক হয়৷
পুলিশ সুপারের সাথে বৈঠক চলাকালীন সময় পুরাতন বাস ষ্টেশন মোড়, বনরুপা বাজার ও নিউ কোর্ট বিল্ডিং এলাকায় সিএনজি অটোরিক্সা চালকদের মারমুখী অবস্থানে থাকতে দেখা গেছে৷ বনরুপা বাজার এলাকায় সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল ও পুরাতন বাস ষ্টেশন দোয়েল চট্টর মোড়ে কোতয়ালী থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সতর্ক অবস্থায় ছিলেন ৷ শহরে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ থাকা কালীন শহরের নিউ কোর্ট বিল্ডিং এ বিপনি বিতানের সামনে একদল উশৃংখল সিএনজি অটোরিক্সা চালক যাত্রী তোলার কারণে একটি মিনি ট্রাকের উপরে হামলা করে৷ এতে কেউ হতাহত হয়নি৷

রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, রাঙামাটি পৌরসভা নির্বাচন -২০১৫ চলাকালীন সময়ে কাগজ পত্র বিহীন অবৈধ যেসব সিএনজি অটোরিক্সা শহরে চলাচল করছে সেসব সিএনজি অটোরিক্সা বন্ধ করার জন্য বনরুপা ট্রাফিক পুলিশ বক্সের সামনে কর্তব্যরত ট্রাফিক পুলিশ চালকের কাছে কাগজ পত্র দেখতে চাইলে ক্ষিপ্ত হয়ে চালকরা শহরে সিএনজি অটোরিক্সা চলাচল হঠাত্ করে বন্ধ করে দেয় ৷ রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সাধারন সম্পাদক শহিদুজ্জামান রোমান জানান, কোন কারণ ছাড়াই ট্রাফিক পুলিশ আমাদের সংগঠনের জনৈক চালকের গায়ে হাত তোলেন, ঘটনাটি জানাজানি হলে একযোগে রাঙামাটি শহরে চালকরা সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ করে দেন৷





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি