বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী
কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর আস্তানা মঙলবার ২৭ জানুয়ারী-২০২৬ ভোর রাতে গুরিয়ে দিয়েছেন সেনাবাহিনী।
সুত্র জানায় বাংলাদেশ সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলমপতি ইউনিয়নের প্রত্যন্ত পাহারী এলাকা কোলা পাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউফিডিএফ) (প্রসিত বিকাস খীসা) গ্রুপের একটি আস্তানা রয়েছে। সেখানে মঙ্গলবার ভোররাতে সেনাবাহিনী অভিযান চালালে ইউফিডিএফের সস্রস গ্রুপের সদস্যরা টের পেয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়।
পরে সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে ইউফিডিএফ সন্ত্রাসীদের ৩ রাইফেল ট্রেনচ, ৪টি পর্যবেক্ষণ ছকি, ৩টি বিশ্রামাগার ধ্বংস করে দেন এবং সেখানে এলাকার নিরাপত্তার স্বার্থে সেখানে সেনাবাহিনীর একটি অস্তায়ী বেইস সেনাক্যাম্প রাখা হয়েছে বলে আইএসপি আর সুত্র জানান।
অন্যদিকে স্থানীয় লোকজন নাম প্রকাশে অনিচ্ছুক জানান গত ২৪/২৫ বছর পুর্বে এই কোলা পাড়া এলাকায় কাজ করতে গিয়ে হাশেম নামে এক দিনমুজুর ইউফিডিএফের হাতে অপহৃত হয়েছিল। তারপর আর সে তার পরিবারের সদস্যদের কাছে ফিরে আসেনী। এক বছর পুর্বে কলমপতির দূর্গুম বড়ডুলু এলাকার বাসিন্দা সাবেক সেনা সদস্য রুইচা অং মারমা কে ইউফিডিএফ সদস্যরা অপহরন করেন পরে মোটা অংকের টাকার বিনিময়ে তাকে মুক্তি দেন বলে জানা যায়। এলাকাটি কাউখালী উপজেলার দুর্গম হওয়ায় সেখানের মানুষেরা সব সময় ভয়ে আতংকিত হয়ে থাকেন বলে অনেকেই জানান।
তাছাড়া এলাকাটি দির্গদিন যাবত ইউফিডিএফ প্রসিত বিকাস খীসা গ্রুপের এরিয়া বলে জনশ্রুতি রয়েছে। এ ছাড়া এলাকাটির বিভিন্ন এলাকা হতে প্রতি বছর ইউফিডিএফ সদস্যরা ব্যাবসায়ী ও স্থানীয়দের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেন বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।
এসব কাজে ডাইলং পাড়া ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যাসিংমং মারমা নামক ব্যাক্তি জড়িত রয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।





২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা
পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের চরণস্পর্শে ধন্য ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা