রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » তাড়াশে চালককে হত্যা করে মটরসাইকেল ছিনতাই
তাড়াশে চালককে হত্যা করে মটরসাইকেল ছিনতাই

তাড়াশ (সিরাজগঞ্জ) আশরাফুল ইসলাম রনি :: সিরাজগঞ্জের তাড়াশে দুর্বত্তরা ভাড়ায় চালিত মটর সাইকেলের চালককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর মটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে গেছে ৷ রোববার দুপুরে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষত বিক্ষত ও গলায় মাফলার পেছানো লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন ৷
তাড়াশ থানার অফিসার ইনর্চাজ ওসি এটিএম আমিনুল ইসলাম ভাড়ায় চালিত মটর সাইকেলের চালককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ৷ পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় দেশীগ্রাম ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. জহুরুল ইসলাম (৩৫) তার ভাড়ায় চালিত বাজাজ কোম্পানীর ডিসকভার মোটরসাইকেল নিয়ে বের হন ৷ পরে সারারাত খোজাঁখুজির পর সে আর বাড়িতে ফেরেনি ৷ এদিকে রোববার দুপুরে তাড়াশ-কাটাগাড়ী আঞ্চলিক সড়কের আড়ংগাইল গ্রামের পুর্ব পাশে সদানন্দপুর মাঠে কাজ করতে আসা লোকজন সরিষার ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় ৷ পুলিশের ধারণা রাতের যে কোন সময়ে দুর্বৃত্তরা ভাড়ায় চালিত মটর সাইকেলের চালক জহুরুল ইসলামকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর মটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায় ৷ তাড়াশ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন ৷ তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪