সোমবার ● ৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » জাতীয় পার্টির নতুন মহাসচিব রাঙা
জাতীয় পার্টির নতুন মহাসচিব রাঙা
অনলাইন ডেস্ক :: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেওয়া হয়েছে।
নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙাকে।
মসিউর রহমান রাঙা নিজেই বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সোমবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় তার রদবদলে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তবে কেন, কী কারণে রুহুল আমিন হাওলাদারকে সরানো হয়েছে, তা তিনি জানাতে পারেননি।
রাঙাকে দেয়া নতুন দায়িত্বের চিঠিতে বলা হয়েছে- ‘আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি আপনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।’
চিঠিতে আরও বলা হয়, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে।’
রাঙা ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসন হতে সংসদ সদস্য হিসেবে পুনঃনির্বাচিত হন। বর্তমানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সূত্র : আরটিভি





গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না