মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ওবায়েদুল কাদেরের চিকিৎসা আর খালেদা জিয়ার চিকিৎসা এক নয় : দীপু মনি
ওবায়েদুল কাদেরের চিকিৎসা আর খালেদা জিয়ার চিকিৎসা এক নয় : দীপু মনি
সিএইচটি মিডিয়া অনলাইন ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও খালেদা জিয়াকে কেন পাঠানো হচ্ছে না-এ প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ওবায়দুল কাদের কোন কারারুদ্ধ মানুষ নয়, তিনি একজন মুক্ত ও স্বাধীন মানুষ। দীপু মনি বলেন, ওবায়দুল কাদের অসুস্থ হয়েছেন তাই তাকে বিদেশে পাঠানো হয়েছে। সাধারণ বিএনপির অন্যান্যরাও যেভাবে চিকিৎসার জন্য বিদেশে যায়। কিন্তু খালেদা জিয়া অপরাধের দায়ে একজন দণ্ডিত ব্যাক্তি। তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া একই বিষয় নয়। তার যে অসুস্থতা, সেই অসুস্থতার যদি ভাল চিকিৎসা দেশে না হত, তাহলে তাকে আদালতের নির্দেশেই বিদেশে নিয়ে চিকিৎসা করানো হতো।
আজ সন্ধ্যায় চাঁদপুর শহরের কদমতলা মন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ বাদলসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সূত্র :মানবজমিন





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন