বুধবার ● ৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম মুরুং কমপ্লেক্সের ১৩২ জন শিক্ষার্থীকে বিনামূল্যে মেডিকেল চেক-আপ
আলীকদম মুরুং কমপ্লেক্সের ১৩২ জন শিক্ষার্থীকে বিনামূল্যে মেডিকেল চেক-আপ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসের ১৩২ জন ছাত্র-ছাত্রীর ত্রৈমাসিক মেডিকেল চেক-আপ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। আজ বুধবার আলীকদম সেনা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ক্যাপ্টেন মোঃ আসিফ এর নের্তৃত্বে একটি মেডিকেল টিম এই চেক-আপ করে এবং শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে ঔষধ বিতরণ করে। ক্যাপ্টেন আসিফ বলেন এখানে সুবিধা বঞ্চিত শিশুরা পড়া শুনা করে। অন্য সবার মত শিক্ষ, চিকিৎসা সুবিধা না থাকায় আলীকদম সেনা জোনের পক্ষ থেকে এসব শিক্ষার্থীদেরকে প্রতি তিন মাস পর পর এসব মেডিকেল চেক-আপ ও বিনা মূল্যে আমরা ঔষধ বিতরণ করে থাকি।
চিকিৎসা সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান, বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসের ছাত্র-ছাত্রীদেরকে নানা ভাবে সহযোগীতা করে থাকে। সেই ধারাবাহিকতায় প্রতি তিন মাস পর পর সেনাবাহিনী আমাদেরকে মেডিকেল চেক-আপ ও ঔষধ বিতরণ করে থাকে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন