বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের কালীগঞ্জে মাতিয়েছেন আঁখি ও কোনাল
গাজীপুরের কালীগঞ্জে মাতিয়েছেন আঁখি ও কোনাল

গাজীপুর জেলা প্রতিনিধি :: মহান বিজয় দিবস ও ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়৷
১৩ জানুয়ারি বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার দেওপাড়া গ্রামে মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে নেচে গেয়ে কালীগঞ্জবাসীকে মাতিয়ে তুলেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীর ও চ্যানেল আই সেরাকন্ঠ গায়িকা কোনাল৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি৷
চ্যানেল আই খ্যাত জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় শুরম্নতেই উপস্থিত হাজার হাজার দর্শকদের করতালির মধ্য দিয়ে ঝলমলে মঞ্চকে আরো আলোকিত করে মঞ্চে আসেন কন্ঠশিল্পী কোনাল৷ তিনি একে একে গেয়ে শোনান- ভালো আছি ভালো থেকো, বাংলাদেশের ঢোল, একদিন বাঙালি ছিলামরে, বসনত্ম বাতাশে, শ্রাবণের মেঘসহ বেশ কিছু জনপ্রিয় গান৷
কোনালের গান যখন চলছিল উপস্থিত দর্শকরা নিজেদের বয়সের পার্থক্য ভুলে সবাই প্রতিমন্ত্রীর সামনে নেচে গেয়ে একাকার৷ অবশ্য ওই দর্শকদের মধ্য থেকে প্রতিমন্ত্রী চুমকি দুইজনকে পুরস্কৃত করেন৷ তাদের মধ্যে কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মূলগাঁও গ্রামের বাসিন্দা ষাটোর্ধ আমির হোসেন৷ উপস্থাপিকা ব্রাউনিয়া তো বলেই ফেললেন আমির হোসেনের শারীরিক বয়স ৬০/৬৫ হলেও তার মনের বয়স ১৯ এবং হৃয়ের রং কমলা৷
কোনাল যখন মঞ্চ থেকে নেমে যাবেন উপস্থিত দর্শকরা তখন আঁখি আঁখি বলে সস্নোগান দিচ্ছিলেন৷ উপস্থাপিকা ব্রাউনিয়া তখন ঘোষণা দিলেন এখন এশার নামাজের বিরতি চুপশে গেল দর্শক৷ নামাজের বিরতি শেষে আলো ঝলমলে মঞ্চে আসেন আঁখি৷ চুপশে যাওয়া দর্শক আবার জেগে উঠেন৷ আঁখি মঞ্চে এসেই উপস্থিত দর্শকদের সঙ্গে অলিখিত একটি চুক্তি সম্পাদন করে ফেলেন৷ তিনি গাইতে পারেন যদি উপস্থিত দর্শকরা নাচেন৷ এ যেন মেঘ না চাইতেন তুফান৷ সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শকরাও লাফিয়ে উঠেন৷ আঁখি আলমগীর শুরম্ন করেন দোলনা ছবির একটি কালজয়ী ‘তুমি আমার কত চেনা’ গান দিয়ে৷ এরপর একে একে গেয়ে শোনান- বন্ধু আমার রশিয়া, শ্যাম পিরিতি আমার অনত্মরে, জল পড়ে পাতা নড়ে, ঝড়কা ঝাটকা, পিরিতি বিষম কাটাসহ অসংখ্য জনপ্রিয় গান৷
আঁখি আলমগীর যখন বললেন, এটাই আজকের জন্য তার শেষ, উপস্থিত দর্শকরা তখন হইচই করে উঠেন৷ তাই দর্শকদের অনুরোধে আঁখি আলমগীরকে আরো গান গাইতে হলো৷ অনুষ্ঠান শেষে তৃপ্তির ঢেকুর কাটতে কাটতে দর্শকরা বাড়ি ফিরেন৷ আর তাদের কন্ঠে গুন গুন করে ছিল আঁখি ও কোনালের গাওয়া গানগুলো৷





গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ১৫০০ শিক্ষার্থী
গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন