মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে সমাবেশ
গাইবান্ধায় নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবীতে সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি :: সারাদেশে নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ন্যায় বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে গাইবান্ধার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর আয়োজনে আজ সোমবার সকালে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায় শহরের গাইবান্ধা ডিবি রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধে জোটের আহবায়ক অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, অবলম্বন সংস্থার নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, কর্মজীবী নারীর মাহমুদা বেগম, দুর্বার নেটওয়ার্কের মাজেদা খাতুন কল্পনা, সাজেদা পারভীন রুনু, সামাজিক উদ্যোক্তা দলের বিপুল কুমার দাশ, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি প্রতিমা চক্রবর্তী, প্রিয়ন্তী, বিশ্বজিৎ বর্মন প্রমুখ। এসময় বক্তারা সারাদেশে নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং নির্যাতনের শিকার নারী ও শিশুদের ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবী জানান।
গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত
গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে গতকাল সোমবার রাতে লিমন মিয়া (২৪) রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কায় দেয়। এতে লিমন মিয়া গুরুতর আহত হয়। স্থানীয় তাকে উদ্ধার করে সাথে সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সে মারা যায়। লিমনের বাড়ি পলাশবাড়ি উপজেলার হরিনমারী গ্রামে।
পুলিশ জানায়, লিমন রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ