বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অবশেষে মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেল সাংবাদিক হিল্লোল
অবশেষে মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেল সাংবাদিক হিল্লোল
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান মাহফুজর রহমানের দায়েরকৃত মিথ্যা মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছে আলীকদম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হিল্লোল দত্ত। আজ বৃহস্পতিবার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সাংবাদিক হিল্লোল দত্ত প্রদর্শিত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়নের তথ্য প্রমান উপস্থাপন করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে জামিনে মুক্তি দেন।
গত ২১ তারিখ বেলা বার টায় হিল্লোল দত্ত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান মো. মাহফুজুর রহমান পরিকল্পিতভাবে হিল্লোল দত্তের বিরদ্ধে আলীকদম থানায় অভিযোগ দায়ের করেন। পরে গত ২৩ অক্টোবর আলীকদম থানা মামলাটি নথিভূক্ত করেন। আলীকদম থানার মামলা নং- ২, তারিখ- ২৩/১০/২০১৯ খ্রি:। হিল্লোল দত্ত ২৪ তারিখ আদালতে হাজির হয়ে বিজ্ঞ আইনজীবির সহায়তায় জামিন আবেদন করলে আদালত তাকে জামিনে মুক্তি দেন।
আলীকদম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হিল্লোল দত্ত জানান, আমার কাছে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়নের অনেক ডকুমেন্ট আমার হাতে রয়েছে। এছাড়াও আমি ইতিপূর্বে হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা মামলা দায়ের করে। আমি সম্পূর্ণ নির্দোশ, শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আদালত আমার জামিন মঞ্জুর করেছে। আমার বিশ্বাস আমি এই মামলা থেকে মুক্তি পাবো।
হিল্লোল দত্তের নিযুক্ত আইনজীবি মোঃ আলমগীর জানান, হিল্লোল দত্ত হাসপাতালের যেসব অপকর্মের তথ্য সংগ্রহ করেছে এবং তা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছেন তাতে আদালত সন্তোষ প্রকাশ করেছেন। সেই সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) সহ এসব ঘটনার সাথে সংশ্লিষ্ঠ সকলকে আদালতে তলব করেছেন।





ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
মানুষ পরিবর্তন চায়, শান্তি ও ন্যায়বিচার চায় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি : নির্মল বড়ুয়া মিলন
অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
লক্ষীপুরে তানিয়া রবের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় গনতন্ত্র মঞ্চের নিন্দা
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা