মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাঙ্গু নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
সাঙ্গু নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু বেত ছড়া বাজার পাড়ার বাসিন্দা মো. খায়রুলের ছেলে ইমরান হোসেন (৮)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে রোয়াংছড়ি উপজেলার বেতছড়া আর্মি ক্যাম্পের কাছাকাছি সাঙ্গু নদীতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতছড়া আর্মি ক্যাম্পের কাছাকাছি সাঙ্গু নদীতে ৫ জন শিশু গোসল করতে নেমে সাঁতার কাটার চেষ্টা করলে ইমরান হোসেন নামে ওই শিশুটি পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা ও বেতছড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা সাঙ্গু নদীতে খোঁজাখুঁজি করলে সাঙ্গু নদী থেকে মৃত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদ বলেন, সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া শিশুটির লাশ দুপুরে উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুটির লাশ অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি