বুধবার ● ৬ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা আর করোনামুক্ত রইলা না : শনাক্ত-৪
রাঙামাটি জেলা আর করোনামুক্ত রইলা না : শনাক্ত-৪
নির্মল বড়ুয়া মিলন :: রাঙামাটি জেলা আর করোনামুক্ত রইলা না। শহরে ৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
আজ ৬ মে বুধবার এ ৪ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। ১ জন দেবাশীষ নগর, ১জন হাসপাতাল এলাকা, ১জন হাসপাতাল এলাকা সংলগ্ন মোল্লার টিলা ও ১জন রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের রাঙামাটি সদর হাসপাতালের কন্ট্রোলরুমের করোনা ফোকাস পারসন রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল। তিনি আরো জানান আক্রান্তরা সকলে যারযার ঘরে রয়েছেন, তাদেরকে ঘরে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তারা এখনো সুষ্ঠ আছে।
গত ২৯ এপ্রিল বুধবার উক্ত ৪ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইন্সষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামের ফৌজদারহাটে করোনা শনাক্তের জন্য পাঠানো হয়। আজ বুধবার ঐ ৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট শনাক্ত হয় বলে রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর সিএইচটি মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন। আক্রান্তদের ১ জনের বয়স ১৯, আরেকজনের ৩৮, অন্যজনের ৫০ এবং ৯ মাসের শিশু। তন্মধ্যে ৩ জন পুরুষ একজন মহিলা বলে সিএইচটি মিডিয়াকে জানান রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গত ২ মাসে দেশের ৬৪টি জেলায় করোনারোগী শনাক্ত হলেও ৬০ দিনের মাথায় সর্বশেষ জেলা রাঙামাটিতে আজ ৪ জন করোনা পজেটিভ শনাক্ত হলেন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন