সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাণী অর্চনা পুজা উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা
বাণী অর্চনা পুজা উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার :: শ্রী শ্রী বাণী অর্চনা বিদ্যাদেবী (স্বরস্বতি) পুজা উপলক্ষে রাঙামাটির ক্রীড়া সংগঠন বলাকা ক্লাব আহ্বায়ক কমিটি ও শিক্ষার্থীদের উদ্দ্যেগে রবিবার (১৪ ফেব্রুয়ারী) শহরের গর্জনতলী এলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
বাণী অর্চনা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক রুপেন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে ৭নং পৌর কাউন্সিলর জামাল উদ্দিন, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার, ক্রীড়া সংগঠন বলাকা ক্লাবের আহ্বায়ক অশোক ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা বক্তব্য রাখেন৷
আলোচনাসভায় বক্তরা বলেন, ধর্ম যার যার উত্সব সবার৷ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল জাতির উত্সব যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য যার যার অবস্থান থেকে আমাদের সহযোগিতা করতে হবে৷ বক্তরা বলেন, পার্বত্য অঞ্চলে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠি বসবাস করলেও সকল জাতির উত্সবে সকলেই স্বানন্দে অংশগ্রহণ ও উপভোগ করে৷ কিন্তু একটি মহল আমাদের এই সম্প্রীতি বিনষ্ঠ করতে নানা ধরনের কুচক্রী কার্যক্রম চালাচ্ছে৷ এই কুচক্রী মহল থেকে সজাগ থাকতে ও সকলে সকলের সাথে সম্প্রীতি অটুট রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তরা৷
আলোচনাসভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়