শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় » অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে : সংহতি প্রকাশ অনুষ্ঠানে সাইফুল হক
অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে : সংহতি প্রকাশ অনুষ্ঠানে সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, করোনা দুর্যোগে গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী মানুষ দেশের উৎপাদন ও অর্থনীতির চাকা সচল রাখলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা তাদের ন্যায্য পাওনা ও অধিকার থেকে বঞ্চিত। জীবনের ঝুঁকি নিয়ে তারা যেভাবে মহামারীকালেও জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে রাষ্ট্রীয় পর্যায়ে তার উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা নেই। তিনি বলেন, সরকার ও মালিকেরা কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু তাদের মানবিক ও গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি দেয় না। তারা শ্রমিকদেরকে উৎপাদনযন্ত্রের বেশী কিছু মনে করে না। তিনি বলেন, গার্মেন্টস মালিকেরা করোনা দুর্যোগের কথা বলে সরকার থেকে বড় অংকের প্রণোদনা সাহায্য নিয়েছেন; কিন্তু তার দ্বারা শ্রমিকেরা বিশেষ লাভবান হয়নি; বরং এই সময়কালে অমানবিকভাবে হাজার হাজার শ্রমিক ছাটাই করা হয়েছে। অসংখ্য শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমিকেরা এসবের প্রতিবাদ করলে তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, সচেতন সংগঠন ও শ্রমিকদের সংগ্রামী ঐক্য ছাড়া শ্রমজীবী- মেহনতি মানুষের অধিকার আদায় করা যাবে না। এই জন্যে তিনি ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন ও সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।
আজ সকালে গাজীপুর ও ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিক আন্দোলনের বিপুল সংখ্যক সংগঠকদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংহতি ও একাত্মতা প্রকাশ করতে এলে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সংহতি প্রকাশ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা মো. আল আমিন ও মো. ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক আন্দোলনের সংগঠকেরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাথে তাদের একাত্মতা প্রকাশ করেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, আবু হাসান টিপু, মাহমুদ হোসেন, মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নাঈম খান, বিপ্লবী ছাত্র সংহতির আহ্বায়ক রফিকুল ইসলাম অভি, জোনায়েত হোসেন, শ্রমিক নেতা মো. আল আমিন, ফারুক হোসেন, মো. হৃদয়, মো. জুয়েল মিয়া, মো. সালাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে গাজীপুর ও ঢাকার সংহতি প্রকাশকারী শ্রমিক নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা