মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » থানচিতে বৌদ্ধ মন্দিরে ভিক্ষু বিষপানে আত্মহত্যা
থানচিতে বৌদ্ধ মন্দিরে ভিক্ষু বিষপানে আত্মহত্যা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের থানচি উপজেলার বড় মদকে বিষপানে ইয়ানা পারা ভান্তে (৪০) নামে এক বৌদ্ধ ভিক্ষু আত্মহত্যা করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে থানচি উপজেলার বড় মদক এলাকার বাচিং অং পাড়া বৌদ্ধ মন্দিরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৌদ্ধ ভিক্ষু সোমবার রাতে বিষ পানের পর তাকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে বৌদ্ধ ভিক্ষু কি কারণে আত্মহত্যা করেছেন থানচি থানা পুলিশ এখনও নিশ্চিত নয়। ওই বৌদ্ধ ভিক্ষুর বাড়ি জেলার রোয়াংছড়ি উপজেলায় বলে জানা গেছে। তিনি গত দুই বছর ধরে বড় মাদক এলাকার বাচিং অং পাড়া বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ভিক্ষু হিসেবে দায়িত্বরত ছিলেন।
এ ব্যাপারে থানচি থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার জানান, এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কোন তথ্য জানায়নি বৌদ্ধ মন্দির কর্তৃপক্ষ। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়