বুধবার ● ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » বেতন পরিশোধ না করলে অটোপাস আটকে দেয়ার হুমকির প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ
বেতন পরিশোধ না করলে অটোপাস আটকে দেয়ার হুমকির প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: বেতন-ভাতা পরিশোধ না করলে শিক্ষার্থীদের অটোপাস ও মেধাভিত্তিক মূল্যায়ন আটকে দেয়ার হুমকির প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকরা।
আজ বুধবার ১১ নভেম্বর সকালে শহরের পশ্চিমপাড়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ করেন তারা।
অভিভাবকা অভিযোগ করে বলেন, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিভাবকদের বেতন-ভাতা পরিশোধে চাপ সৃষ্টি করছে। এমনকি বেতন-ভাতা না দিলে সরকার ঘোষিত অটোপাস ও মেধাভিত্তিক মূল্যায়ন থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন তারা।
তারা বেতন ভাতার বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা না করলে আগামী রোববার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অভিভাবকরা।
তবে বেতনের জন্য চাপ সৃষ্টির বিষয়টি অস্বীকার করে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান হাবীব বলেন, শিক্ষার্থীদের বেতনের উপরই যেহেতু প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন পরিশোধ করতে হয়।
তিনি বলেন, করোনাকালে অনলাইন ক্লাশের মাধ্যমে শিক্ষা কার্যক্রম সচল রাখার পাশাপাশি অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান চালু রাখা হয়েছে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ