বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ করোনা আক্রান্ত
উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ করোনা আক্রান্ত
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার রাতে তাঁর কোভিড-১৯ নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
আজ ১৯ নভেম্বর সকালে এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্বর সর্দি হলে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সরবরাহ করি। আজও সামান্য জ্বর ও সর্দি আছে।
বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেসানে আছি। তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
এ প্রসঙ্গে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন বলেন, উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ এর কোডিভ-১৯ পজেটিভ রিপোর্ট
এসেছে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।
এর আগে বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮৪৪জন নমুনা পরীক্ষা হয়। তৎমধ্যে ১৬ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে উখিয়ার ইউএনওসহ ৬ জন। কক্সবাজার সদরের ৯জন। টেকনাফ উপজেলার ১ জন বলে কমেক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত ৩ রোগী শনাক্ত হন। তাঁদের মধ্যে দুজনই নারায়ণগঞ্জের। ৩০ মার্চ করোনায় আক্রান্ত হয়ে এক নারীর
মৃত্যু হয়।





চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু
মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি
২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে
নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী
উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩