সোমবার ● ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান
ঝালকাঠিতে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে শতাধিক নেতাকর্মী নিয়ে উদীয়মান সমাজ কর্মী বিশিষ্ট ঠিকাদার মো. পারভেজ মল্লিক আওয়ামী লীগে যোগদান করেন। গতকাল রবিবার বেলা ১২টার সময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড.খান সাইফুল্লাহ পনিরের হাতে ফুলের তোরা দিয়ে যোগদান করেন। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরব-পাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের মরহুম হারুন মল্লিকের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ কর্মী পারভেজ মল্লিক। উল্লেখ্য পারভেজ মল্লিক বিগত দিন থেকে আওয়ামী লীগের সমর্থক থাকলেও দলীয় কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করার লক্ষ্যে স্থানীয় শতাধিক নেতা কর্মীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.হাবিবুর রহমান হাবিল,জেলা আ.লীগ সদস্য লস্কর আশিকুর রহমান দীপু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. নুরুজ্জামান সেলিম,জেলা যুবলীগ নেতা কাওসার হোসেন মায়েজ মো.বাদল হোসেন,মনিরুল ইসলাম রুপম,মোস্তাফিজুর রহমান রিংকুসহ স্থানীয় নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
নলছিটির কুশংগল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ
ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটি উপজেলার কুশংগল ইউপি চেয়ারম্যান আলমগীর সিকদারের নির্যাতনে নবম শ্রেণির এক ছাত্র পঙ্গু হতে বসেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নির্যাতিত ছাত্রের পিতা নলছিটি উপজেলার বাউমহল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল করিম । সংবাদ সম্মেলনে তিনি জানান, তার স্থানীয় শেওতা বাজারে চায়ের দোকান রয়েছে। চেয়ারম্যান আলমগীর হোসেন দোকানের জায়গা সরকারি দাবি করে গত ১০ অক্টোবর বাজারে এসে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার ক্ষুব্দ হয়ে গত ২৩ নভেম্বর চেয়ারম্যান ও তার ভাই স্থানীয় চৌকিদার দফাদার নিয়ে আব্দুল করিমের সিদ্ধকাঠি স্কুলের নবম শ্রেনীর ছাত্র তাজমুলকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে বেদম প্রহার করে। প্রহারে তার পায়ের তলা ফেটে যায়। হাত পায়ের বিভিন্ন স্থানে জখম হয়। গুরুতর অসুস্থ অবস্থায় ছেলেকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা করানো হলেও তাজমুল এখনও ঠিকমত হাটতে পারছে না । এঘটনায় নলছিটি থানায় মামলা করতে ব্যর্থ হয়ে ঝালকাঠির আদালতে চেয়ারম্যানসহ আট জনের নামে একটি চাঁদাবাজি ও হত্যাচেস্টার মামলা করেন আব্দুল করিম। আদালতের নির্দেশে মামলটি বর্তমানে বরিশাল পিবিআই তদন্ত করছে। এ ব্যাপারে চেয়ারম্যান আলমগীর সিকদার বলেন , তাজমুল বাবা মায়ের অবাধ্য সন্তান। সে বাবা মাকে মারধর করে আব্দুল করিমের এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে ইউনিয়ন পরিষদে চৌকিদারের মাধ্যমে ডেকে এনে শাসানো হয়েছে। চাঁদাদাবি এবং নির্যাতনের অভিযোগ সত্য নয় । তারপরও বিষয়টি আপোষ মিমাংশা করার চেস্টা চলছে ।





ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো
ভোটে কোটি টাকা খরচকারীদের চক্র ভাঙ্গতে হবে : ব্যারিস্টার ফুয়াদ
ঝালকাঠিতে ইসকনের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল
ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবি
ঝালকাঠিতে বসতঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
ঝালকাঠি টিটিসির সাফল্য : সারাদেশে তৃতীয় স্থান
ঝালকাঠিতে সাবেক যুবদল নেতার ওপর পরিচ্ছন্নতা কর্মীদের হামলা অভিযোগ
ঝালকাঠিতে জুলাই যোদ্ধা পরিচয়ে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগ