সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভিজিডি কার্ডের প্রলোভন দেখিয়ে অসহায়দের অর্থ আত্মসাৎ এর অভিযোগ
ভিজিডি কার্ডের প্রলোভন দেখিয়ে অসহায়দের অর্থ আত্মসাৎ এর অভিযোগ
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের দুঃস্থ ও অসহায় নারীদের ভিজিডি তালিকায় নাম দেওয়ার কথা বলে ইউপি সদস্য নজরুল এর বিরুদ্ধে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দরিদ্র-অসহায়দের এভাবে হয়রানি করে আসছে দীর্ঘদিন থেকেই। অবশেষে হয়রানি থেকে মুক্তির জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছে ভুক্ত ভুগিরা।
অভিযুক্ত ইউপি সদস্য বাঙ্গালহালিয়া ইউনিয়ের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ডিসেম্বর মাসের শুরুতেই নজরুল ইসলাম ভিজিডি,র তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে শফিপুর এলাকার মিনারা বেগম, শারমিন আক্তার, জান্নাতুল ফেরদৌস ও কমলা বেগমের নিকট হতে এক হাজার করে টাকা চান। পরে তাকে ৩ জনে ৫০০ টাকা করে এবং মিনারা বেগম ১০০০ টাকা দুই কপি ছবি ও জাতীয় পরিচয়পত্র জমা দেন। কিন্তু ডিসেম্বরের শেষ দিকে ৪ জনের নাম না থাকায় তারা ক্ষুব্দ হন। এ বিষয়ে তারা জানান, ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে ছবি, জাতীয়পরিচয় পত্র সহ টাকা নেন। তারা পরে জানতে পারেন, তালিকায় তাদের নাম ও নেই। তারা এখনো এ বিষয়ে লিখিত অভিযোগ করেননি প্রশাসনকে। গতকাল রবিবার ১৪ ফেব্রুয়ারি অভিযোগকারীরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মৌখিকভাবে জানালে তিনি তাদের আশ্বস্থ করেন বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার এবং আগামীতে তাদের ভিজিডি কার্ডে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দেন। অভিযোগকারীরা আরো বলেন, ঐ ওয়ার্ডের ইউপি সদস্য বিভিন্ন লোকজনকে সরকারি সহায়তা প্রদানে অর্থ হাতিয়ে নিয়েছেন। স্থানীয় এক নাম প্রকাশ অনিচ্ছুক বলেন,পূর্বে ও ইউপি সদস্য নজরুল ইসলাম বিভিন্ন সরকারী প্রকল্পের সুযোগ সুবিধা অর্ন্তভুত্ত করাবে বলে অসহায়দের কাছ হতে বিভিন্ন হারে টাকা নেয়া হয়। যা কারো পক্ষে মূখ খোলা সাহজ নেই।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য নজরুল ইসলামের সাথে মুঠো ফোনে জানান, তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন আমি ৫০০ টাকা করে নিয়েছি। ভিজিডি কার্ড না হওয়ায় গত ১৩ ফেরুয়ারী ভিজিডি চাউল বিতরনের সময় চাউল আনতে গেলে তারা ভিজিডি বই না পাওয়ায় ক্ষুব্দ হয়ে ইউপি সদস্য,র সাথে বাক বিতন্ডা শুরু হয় ।
সংশ্লিষ্ট ৩নং ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা জানান, ভিজিডি কার্ড করার জন্য কোন টাকা নেওয়া হয়নি। যদিও বা প্রমাণিত হয় তা দেখার বিষয় উপজেলা নির্বাহী অফিসারের।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেখ সাংবাদিককে জানান, সংশ্লিষ্ট ইউপি সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ করার জন্য ৪ জন মহিলা আমার অফিসে এসেছিল। তাদের অভিযোগ শুনে আমি ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে এবিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি