বুধবার ● ২৪ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণ দুই যুবকের আমৃত্যু কারাদন্ড
ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণ দুই যুবকের আমৃত্যু কারাদন্ড
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে এক কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে দুই যুবককে আমৃত্যু কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন, শহরের সিটিপার্ক এলাকার মো. রানা খলিফা (২৮) ও মো. নাদিম (৩২)। সাজাপ্রাপ্ত রানা খলিফা ঝালকাঠি শহর ছাত্রলীগের যুগ্মসম্পাদক এবং সিটি পার্ক নতুন চর এলাকার প্রবাসী ইদ্রিস খলিফার ছেলে । আর নাদিম রিড রোড এলাকার মো. আউয়াল এন ছেলে এবং একটি স্বমিলের কর্মচারী । রায় ঘোষণার সময় দ-প্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী অতিরিক্ত সরকারি কৌঁসুলী আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি নতুন চর এলাকার ওই কিশোরীকে ঘরে রেখে তাঁর মা বাইরে যায়। এ সুযোগে একা পেয়ে ওই কিশোরীকে ওড়না দিয়ে মুখ বেধে রানা ও নাদিম ধর্ষণ করে। রাত ১০টার দিকে তার মা ফিরে এলে ধর্ষণের শিকার ওই কিশোরী মাকে এ ঘটনা জানায়। প্রথমে পরিবারের সবাই ঘটনাটি চেপে রাখলেও কয়েকমাস পর মেয়েটি অন্তসত্তা হয়ে পড়ে। এ ঘটনায় ৫ মাস পর ২০১৪ সালের ১৮ জুন মেয়েটির মা বাদী হয়ে ঝালকাঠি থানায় দুই যুবককে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। ঝালকাঠি থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ মামলাটি তদন্ত করে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চার্জশিট দাখিলের একমাস পরে ধর্ষণের শিকার কিশোরী একটি কন্যা সন্তান জন্ম দেয় । সেই কন্যা সন্তানের বয়স ছয় বছর তিন মাস । মামলাটি বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ আসলে আদালত ৭ জনের সাক্ষ্যগ্রহণ করে যুক্তিতর্ক গ্রহন করে বুধবার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু ও আসামি পক্ষে ছিলেন মিজানুর রহমান মুবিন।
ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে
ঝালকাঠি প্রতিনিধি :: মহাসড়কে মাহিন্দ্রাসহ অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধের দাবিতে ঝালকাঠি থেকে দ্বিতীয় দিনের মতো বরিশালসহ ৬ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ ধর্মঘটের ডাক দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আকস্মিক বাস ধর্মঘটের কারনে ঝালকাঠি-বরিশাল, ঝালকাঠি-ভান্ডারিয়া, বরিশাল-খুলনা, বরিশাল-পিরোজপুর, বরিশাল-মঠবাড়িয়া, বরিশাল-পাথরঘাটা এই ছয় রুটের যাত্রীরা পড়েন ভোগান্তিতে। দুর্ভোগের শিকার অনেকেই সময় মতো গন্তব্যে যেতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন। কেউ কেউ ভাড়ার মোটরসাইকেলে যাচ্ছেন। এদিকে ঝালকাঠি মালিক সমিতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বরিশাল বাস মালিক সমিতি। বরিশাল থেকেও খুলনা -পিরোজপুরের বাস চলাচল বন্ধ করে দেন তারা।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বে-আইনি হলেও ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে পুরোদমে চলছে অবৈধ মাহিন্দ্রা ও ব্যাটারি চালিত অটোরিকশা। এর প্রতিবাদ করলে মাহিন্দ্রা গাড়ির মালিক ও চালকরা বিভিন্ন সময় বাস শ্রমিকদের ওপর হামলা, নির্যাতন ও বাসের যন্ত্রাংশ চুরি করে নেয়।
বাস মালিক সমিতির যুগ্মসম্পাদক নাসির উদ্দিন আহমেদ জানান, সোমবার রাত ১২টার দিকে বরিশাল রূপাতলী বাসটার্মিনালে থাকা ঝালকাঠি মালিক সমিতির কয়েকটি বাসের যন্ত্রাংশ চুরি করে নেয় মাহিন্দ্রার মালিক ও চালকরা। প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর ও জীবননাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনার বিচার ও মহাসড়কে অবৈধ মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠির ওপর থেকে বিভিন্ন রুটের লোকাল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
ঝালকাঠিতে ইউপি নির্বাচনে চুরির আসামী মেম্বর পদপ্রার্থী, হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটি উপজেলার ১নং ভৈরব-পাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো.ইসমাইল হোসেন মিনা নির্বাচনে তথ্য গোপনের অভিযোগ পাওয়াগেছে।
তার বিরুদ্ধে জি আর ১৪৪/১৯ইং নলছিটি থানায় মামলা নম্বর (৮) উক্ত মামলা চলমান থাকলেও তিনি নির্বাচনি হলফনামায় তাহা উল্লেখ করেনি। অর্থাৎ তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলছিটি উপজেলার ১নং ভৈরব-পাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইসমাইল হোসেন মিনা পিতা মৃত: জলিল মিনা,সাং ঈস্বরকাঠি থানা নলছিটি। তার বিরুদ্ধে ৩৭৯ ধারায় সরকারি বিদ্যুৎ এর টাওয়ারের রডসহ মালামাল চুরির অপরাধে এই মামলা হয়েছিল। এই মামলা থাকলেও তিনি নির্বাচনে ইউপি সদস্য‘র প্রার্থীতার হলফনামায় তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। এ তথ্য গোপন করে নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি। বর্তমান সরকার দক্ষিনাঞ্চলের পায়রা বন্দর নির্মান প্রকল্পের বিদ্যুৎ এর টাওয়ার নিন্মার্ণ করে বিদ্যুতের লাইন নেওয়ার সেই টাওয়ারের রডসহ সরকারী মালামাল চুরির মামলায় ইসমাইল মিনা আসামি হলেও নির্বাচনি হলফনামায় উল্লেখ না করে তথ্য গোপন করেছেন।
এ ব্যাপারে ইসমাইল মিনার সাথে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।





ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ