শুক্রবার ● ৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে পলাতক আসামি সেবুল গ্রেফতার
বিশ্বনাথে পলাতক আসামি সেবুল গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে যৌতুক নিরোধ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে উপজেলার লামাকাজি ইউনিয়নের হেকুরাগাঁও গ্রামের মৃত হাজী আপ্তাব আলীর ছেলে সেবুল মিয়া (৩৫)। (৭ অক্টোবর) বিকেলে উপজেলার সৎপুরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই গোপেশ চন্দ্র দাস বলেন, যৌতুক নিরোধ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছিল সেবুল। পরে আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
এব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, সেবুল মিয়া নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।





ঝালকাঠির দুই আসনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
অবশেষে হাতপাখা নিয়ে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি শাহীন
রাজাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সাইফুল হক ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন
এশিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপ সবচেয়ে বেশি বাংলাদেশে