বুধবার ● ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » হাবিবকে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়াতে নবীগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ
হাবিবকে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়াতে নবীগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ কেন্দ্রীয় মনোয়ন বোর্ড কর্তৃক নবীগঞ্জ সদর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলার প্রধান আসামী হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেয়ার খবরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ বুধবার সন্ধ্যায় শহরে এক বিশাল মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনটি এক পর্যায়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। পরে শহরে হাবিবের মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। স্থানীয় নতুন বাজার মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাপদক মাহবুবুর রহমান রাজু।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক চৌধুরী সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু ছালেহ জীবন, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা আবিদ হাসান তালুকদার ও মিজান খান প্রমূখ।
সমাবেশে বক্তাগণ বলেন, ছাত্রলীগের ত্যাগী নেতা হেভেন চৌধুরীকে নির্মমভাবে হত্যা করে তৎকালীন ছাত্রলীগ নেতা ও বর্তমান পৌর যুবলীগ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ কতিপয় সন্ত্রাসী। হেভেন হত্যা মামলার প্রধান আসামী হাবিবুর রহমান হাবিবকে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেন। তারা অনতিবিলম্বে হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিলের দাবী জানান। বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা হেভেন হত্যাকারীর মনোনয়ন বাতিল পুর্বক খুনিদের ফাসিঁ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট দাবী জানান। অন্যতায় দুর্বার আন্দোলনের ডাক দেয়ায় হুমকী দেন উপজেলা ছাত্রলীগ। বিক্ষোভ সমাবেশের খবর পেয়ে একাত্মতা পোষন করতে মানববন্ধনে যোগ দেন নিহত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরীর দাদা সাজ্জাদুর রহমান চৌধুরী, নুরুজ্জামান, সাবেক ইউপি সদস্য বিশিষ্ট মুরুব্বী মো. চুনু মিয়া। এ সময় কান্না বিজরিত কন্ঠে হেভেনের দাদা সাজ্জাদুর রহমান বলেন, ছাত্রলীগের অন্যতম নেতা হেভেন চৌধুরী নির্মমভাবে হত্যা করে হাবিবসহ সন্ত্রাসীরা। ওই খুনি হাবিবকে ইউপি নির্বাচনে মনোনয়ন দেয়ায় হেভেন হত্যা মামলার বিচার কার্য নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট খুনি হাবিবের মনোনয়নপত্র বাতিলসহ তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী জানান। এদিকে পৌর যুগ্ম আহ্বায়ক নবীগঞ্জ সদর ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রাপ্ত হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ইতিমধ্যে বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের ২০ লাখ টাকা প্রতারনা মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। মামলার বাদী সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় পরোয়াান থাকার পরও ক্ষমতার দাফটে তাকে গ্রেফতার করা হয়নি। এরই মাঝে আমরা জানতে পেরেছি সে আসন্ন ইউপি নির্বাচনে নবীগঞ্জ সদর ইউনিয়নে নৌকা প্রতীক বরাদ্ধ পেয়েছে। এই খবর আমাকে হতবাক করেছে। একজন পরোয়ানাভুক্ত আসামী যদি মনোনয়ন পায় এবং প্রকাশ্যে নির্বাচন করে তাহলে সাধারন মানুষ কোথায় বিচার পাবে ? আমি শুনেছি হাবিবের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলাসহ আরও প্রতারণার মামলা রয়েছে। এ ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
নিহত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরীর পিতা মকবুল হোসেন চৌধুরী বলেন, হেভেন চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল। তার জনপ্রিয়তা দেখে সন্ত্রাসী হাবিবসহ একদল সন্ত্রাসী আমার ছেলে নিমর্মভাবে হত্যা করে। যেখানে হত্যাকারীদেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দলীয় প্রধানের নির্দেশনা থাকার কথা ছিল, সেখানে হত্যা মামলার প্রধান আসামী হাবিবকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়ে পুরস্কৃত করা হয়েছে। যা অত্যান্ত দুঃখ জনক। তিনি এ বিষয়ে জাতীর জনকের কন্যা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
নবীগঞ্জের প্রাণকেন্দ্র রাজা কমপ্লেক্সের জেনারেটর বিস্ফোরণে পূবালী ব্যাংকে আগুন
নবীগঞ্জ :: নবীগঞ্জ রাজা কমপ্লেক্সের এর দ্বিতীয় তলায় পূবালী ব্যাংক এর জেনারেটর বিস্ফারণে জেনারেটর রুমে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় ।
সরজমিন গিয়ে দেখা যায়, আজ ২৭ অক্টোবর বুধবার ২ টায় নবীগঞ্জ উপজেলার রাজা কমপ্লেক্স দ্বিতীয় তলায় পূবালী ব্যাংক এর জেনারেটর বিস্ফরনে চার দিকে আগুন লেগে যায়। ব্যাংক কর্মকর্তারা নবীগঞ্জ ফায়ার সার্ভিস নিকটস্থ স্টেশনে খবর দিলে। ফায়ার সার্ভিস এর টিম লিডার হাবিবুর রহমানের নেতৃত্বে লোকজন প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনা হয় । এতে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয় ক্ষতি হয়।
ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সাত জন সদস্য স্থানীয় লোকজনকে নিয়ে ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয় । ধারণা করা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই লক্ষ টাকার মত হবে।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইলেন ভুট্টো