রবিবার ● ১৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » পৃথিবীতে একজন বাবা মানে বটবৃক্ষ
পৃথিবীতে একজন বাবা মানে বটবৃক্ষ
আমির হামজা :: পৃথিবীতে সবচেয়ে তার সন্তানদের জন্য বড় বৃক্ষ হচ্ছে একজন বাবা। তার ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ গড়তে বাবারাই রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। অনেক সময় নিজে না খেয়ে তার ছেলে সন্তানদের খাওয়ান। এরপর হাজারও কষ্টে একজন বাবা তার ছেলেকে সমাজের আর দশ জন মানুষের মতো মানুষ গড়তে তিনিই তার পরিশ্রমের টাকা গুলো তাদের সন্তানদের পিছনে ব্যয় করেন। রবিবার সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এমন সময়ে একজন বাবা দুই পা থাকলেও আর দশজনের মতো তিনি হাঁটতে পারেনা। এই বাবাটির জন্ম থেক তার দুই পা পুঙ্গ। এরপর দুই অচল পাকে কাজে লাগান তিনি। সংগ্রম করেন ছেলে সন্তানদের মানুষের মতো মানুষ করতে। রবিবার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে তার সন্তানকে হাতে ধরে সেই মহান পিতা তার সন্তানকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এরপর আমরা যখন সেই বাবাদের হাত ধরে মানুষের মতো মানুষ হয়। তখন বাবাদের কথা তাদের হাজারও পরিশ্রমের কথা আমরা সহজে ভুলে যাই। আর যখন সেই সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, শিক্ষক বিভিন্ন কিছু হন। তখন সেই বাবাদের আশ্রয় হয় কিছু ছেলে-সন্তানের কাছে বৃদ্ধাশ্রমের! রবিবারের ছবিটা দেখলে বুঝা যাই একজন বাবা তার সন্তানদের জন্য একটি বিশাল বটবৃক্ষ। আজকের ছবিটি সামাজিক যোগাযোগে ব্যাপক ভাইরাল, ছবিটা দেখার পর চোখের পানি এমনিতে চলে আসতে শুরু করছে সবার। একজন বাবা তার সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য বাবারা কোনো কিছুর সাথে আপোষ করেন না। আজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়া সময় ঢাকা শহরের ঢাকা ইসলামিয়া হাসাপাতাল সামনে বাড্ডা এলাকা থেকে এই ছবিটি তোলা হয়। মুহূর্তে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে শুরু করেন। সন্তানের ভবিষ্যতের গড়তে একজন বাবার শারিরীক অক্ষমতা যেন অতি তুচ্ছ ব্যাপর। পৃথিবীতে একমাত্র আমাদের বাবারাই পারেন নিজের সন্তানকে সমাজে এবংকি রাষ্ট্রে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য। তরাই সব ত্যাগ স্বীকার করেন সহজে। সকল বাবারা স্বপ্ন পূরণ হোক। বাবাদের সম্মান জয় হোক। সকল বাবারা প্রতি সন্তানের ভালোবাসা অটুট থাকুক। ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা।





আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান
সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য
পার্বত্য চুক্তির ২৭ বছর : শান্তি চুক্তি পাহাড়ে বসবাসরত সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ
একেএম মকছুদ আহমেদ এর সাংবাদিকতায় ৫৫ বছর : গণমাধ্যমের ওপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ, হামলা ও হুমকি বৈষম্যবিরোধী চেতনার পরিপন্থি
বাংলাদেশের ঐতিহ্যবাহী মৌলভীবাজারের পাঁচগাঁওয়ের দূর্গাপূজা ও কিছু কথা
পার্বত্য চুক্তির ২৬ বছরে পার্বত্য চট্টগ্রামের জনগণ কি-কি বৈষম্যের স্বীকার তা নিয়ে একটি পর্যালোচনা
আন্তর্বর্তীকালিন সরকার পাহাড়ের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিলে নিতে হবে গভীর বিচার-বিশ্লেষণের মাধ্যমে
সবকিছু কেড়ে নিয়েছে স্বৈরাচারী খুনি হাসিনার আওয়ামীলীগ