বৃহস্পতিবার ● ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সুর্বণ জয়ন্তীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলায় পুষ্পস্তবক অর্পণ
সুর্বণ জয়ন্তীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলায় পুষ্পস্তবক অর্পণ
![]()
স্টাফ রিপোর্টার :: দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের রক্ত, ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের আজকের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয় বাংলাদেশের আপামর জনসাধারন। দেশের প্রতিটি প্রান্তে শুরু হয় বিজয়ের মিছিল। আনন্দ আর উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো দেশবাসী।
আজ ১৬ ডিসেম্বর ২০২১। বাংলাদেশের বিজয় লাভের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী । বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশের গৌরবের দিন, মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আজ সারাদেশে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হবে। ১৬ কোটি মানুষ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে দেশের বীর সন্তানদের।
এ উপলক্ষ্যে আজ দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান জানাতে সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলী অর্পণ করেন বাংলাদেশের বিপ্লবীর ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা, সদর উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশের বিপ্লবীর ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা সভাপতি মো. আবুল হাসেম ও সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলনের নেতৃত্বে এসময় সম্পাদক মন্ডলী সদস্য জুঁই চাকমা, জেলা সদস্য আবদুল হালিম, এমিলি চৌধুরী, আব্দুল মান্নান রানা, শিখা চাকমা, আদর্শরানী চাকমা, আলোরানী চাকমা, বিপ্লব বড়ুয়া বাপ্পী, স্বাধীন বড়ুয়া নিশু, মো. আলী, মো, ফয়সাল, নুপুর বেগম প্রমূখ পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা
পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের চরণস্পর্শে ধন্য ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার