বৃহস্পতিবার ● ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » মহান বিজয় দিবসের ৫০ তম বার্ষিকীতে দেশবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা
মহান বিজয় দিবসের ৫০ তম বার্ষিকীতে দেশবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে মহান বিজয় দিবস এর ৫০তম বার্ষিকী উপলক্ষে দেশবাসীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন ১৯৭১ এ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর আমাদের লড়াকু জনগণ গৌরবজনক বিজয় অর্জন করে ; বিশ্বের মানচিত্রে স্বাধীন ও মুক্ত জাতিরাষ্ট্র হিসাবে আমাদের উত্থান নিশ্চিত হয়।
বিবৃতিতে তিনি মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ,তাদের পরিবার ও দুই লক্ষ নির্যাতীত নারীর প্রতিও গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেন।
বিবৃতিতে তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমরা যে অসাধারণ বিজয় অর্জন করেছিলাম গত ৫০ বছরে আমাদের সরকার ও শাসকশ্রেণীর ধারাবাহিক ব্যর্থতা আর প্রতারণার জন্য তাকে ধরে রাখা যায়নি। আমাদের সরকারসমূহ জনগণের অধিকার আর মুক্তির আশাকে হতাশায়, স্বপ্নকে দুঃস্বপ্নে পরিনত করেছে। পাকিস্তানি জমানার মত এক দেশে দুই সমাজ ও দুই অর্থনীতি কায়েম করা হয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অংগিকারকে কার্যত বাতিল করে দেয়া হয়েছে। ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার আজ অস্বীকৃত, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গভীর খাদে নিপতিত।
এই অবস্থা থেকে উত্তরণে মুক্তিযুদ্ধের দিশায় বাংলাদেশকে নিয়ে যেতে আবারও দেশের জনগণকে মুক্তিযুদ্ধকালীন সময়ের মত ঐক্য ও জাগরণ ঘটানোর আহবান জানান।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা