বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
ঢাকা-১২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল হক আজ তার নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো আলকাতরা মোড় থেকে হাজারো কর্মী সমর্থক নিয়ে জনসংযোগ শুরু করেন। এ সময় তিনি ঢাকা-১২ আসনের সর্বস্তরের ভোটারদের সালাম ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ ঢাকা-১২ আসনে কোদাল মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারকে তিনি আরও জোরদার করার আহবান জানান । সাইফুল হক বলেন গত ১৭ বছর ধরে দেশটাকে লুটপাট, দমন-পীড়ন আর ভয়ভীতির মাধ্যমে জাহান্নামে পরিণত করা হয়েছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছিল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য।এতদিন জনগণ ভোট দিতে পারে নাই। অনেক রক্তের বিনিময়ে আবার ভোটের অধিকার নিশ্চিত করতে হয়েছে। আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেশ পরিচালনায় গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, আজ কিছু সুবিধাভোগী গোষ্ঠী নিজের স্বার্থের জন্য মাঠে নেমেছে, কিন্তু তাদের সব চক্রান্ত ব্যর্থ হবে, কারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করবে সাইফুল হক আশা প্রকাশ করে বলেন আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা ১২ আসনে কোদাল মার্কায় ভোট দিয়ে জনগণ বিপুল ভোটে তাঁকে নির্বাচিত করবেন। তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ সংগ্রামে আমি অংশ নিচ্ছি। ঢাকা-১২ আসনে ব্যবসায়ীদের দুর্দশা নিয়ে তিনি বলেন এই এলাকার ব্যবসায়ী আজ চাঁদাবাজদের শিকার। আমি নির্বাচিত হলে, যাদের কারণে আজ জনগণ নিপীড়িত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তিনি আরো বলেন এই নির্বাচন কেবল ঢাকা-১২ আসনের ভাগ্য নির্ধারণ করবে না, এটি ১২ আসনের গরিব শ্রমিকদের সন্তানদের ভবিষ্যতেরও সমাধান হবে। তিনি বলেন ১২ ফেব্রুয়ারি আমাদের এক হয়ে উঠার দিন, একসঙ্গে কোদাল মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।
তিনি সারাদিন তেজগাঁও বিজি প্রেস, ট্রাক স্টান্ডসহ তেজগাঁও শিল্পায়ঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ও কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।





কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার