রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ঘর থেকে গলিত লাশ উদ্ধার
রাউজানে ঘর থেকে গলিত লাশ উদ্ধার
আমির হামজা, স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানের উরকিরচর হারপাড়া গ্রামের পরিত্যক্ত বাসাভাড়া থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত ৭ জানুয়ারি শুক্রবার বিকালের দিকে এই অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, পুকুরে পাশে থাকা একটি পরিত্যক্ত বাসাভাড়া থেকে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পুকুরে গোসল করতে গিয়ে ফারুক নামের এক ব্যাক্তি দুর্গন্ধ পেয়ে ঐ বাসায় গিয়ে দেখতে পান অর্ধগলিত একটি লাশ পড়ে আছে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
এবিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। লাশের মাথায় পচন ধরছে।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, লাশটি নারী বা পুরুষ এখনও নিশ্চিত করা যাইনি। লাশটি পচে যাওয়াতে পরিচয় সনাক্ত করা যাচ্ছেনা। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যালে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।





মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত