রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দীপংকর তালুকদারকে হুমকির প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ মিছিল
দীপংকর তালুকদারকে হুমকির প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ মিছিল

কাউখালী প্রতিনিধি :: (২০ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৯.৪০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক হুমকি প্রদানের কারনে রবিবার বিকাল ৪টায় বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷
বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখা ও তার অংগ সংগঠনের নেতা কর্মীরা প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন ৷ বিক্ষোভ মিছিলটি কাউখালী উপজেলার গুরুত্ব পুর্ন বিভিন্ন্ব সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা বটতল চত্বরে এসে এক প্রতিবাদ আলোচনা সভার আয়োজন করা হয় ৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক সজিব দত্ত, প্রতিবাদ আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সহ-সভাপতি ক্যাজাই মারমা, সাধারন সম্পাদক মোঃ এরশাদ সরকার,যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ আবদুর রশিদ খন্দকার, উপজেলা স্বেচ্চাসেবক লীগ সভাপতি মোঃ
মাইন উদ্দিন, যুবলীগ নেতা মোঃ নাছির উদ্দিন ও উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক আহবায়ক কনিষ্ঠ বড়ুয়া ৷
বক্তব্য রাখেন ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি আতু মং মারমা৷
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যদি আমাদের প্রাণ প্রিয় নেতা দীপংকর তালুকদারের কিছু হয় তাহলে সমগ্র পার্বত্য চট্টগ্রামে আগুন জ্বলবে ৷
তিনি হলেন পর্বত্য চট্টগ্রামের পাহাড়ী ও বাঙালী সকলের প্রিয় নেতা ৷
তিনি অ-সাম্প্রদায়িক রাজনীতি করেন তিনি সাম্প্রদায়িকতা বিশ্বাস করেন না ৷ তিনি হলেন পার্বত্য চট্টগ্রামের শান্তির প্রতিক ৷ কোন উপজাতীয় সন্ত্রাসী গ্রুপ যদি আমাদের প্রাণ প্রিয় নেতা দীপংকর তালুকদারকে প্রান নাশের হুমকি দেন তাহলে আমরা মুজিব সৈনিকরা তার দাত ভাঙা জবাব দিব বলে প্রতিবাদ সমাবেশে বক্তারা কঠোর হুশিয়ারী প্রদান করে ৷





বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু