মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই সেনাজোনের ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন
কাপ্তাই সেনাজোনের ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাই সেনা জোনের (৫৬ বেঙ্গল) উদ্যোগে উপজেলাধীন রাইখালী ইউনিয়নের দূর্গম ভাল্লুকিয়ায় অসহায়, গরীব জনগোষ্ঠীর মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ (মেডিক্যাল ক্যাম্পেইন) বিতরণ করা হয়েছে মঙ্গলবার ১২ এপ্রিল। মেডিক্যাল ক্যাম্পেইনে উক্ত এলাকায় বসবাসরত উপজাতীয় সম্প্রদায়ের দুস্থ,অসহায় ও অসুস্থ ৩২০ জনকে সেনাবাহিনীর (অটল ৫৬, কাপ্তাই জোন) পক্ষ থেকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এসময় মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের জোন কমান্ডার,অধিনায়ক ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, লেঃ কর্ণেল নুর উল্ল্যাহ জুয়েল,পিএসসি। কাপ্তাই জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সফিউল বাসার ক্যাম্পেইন পরিচালনা করেন। মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শনকালীন জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে শান্তি এবং দূর্যোগকালীন সময় বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থেকে যেকোন ধরনের সহায়তায় দৃঢ় প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতায় এই ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে সশস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ সেনা বাহিনীকে সহযোগিতার অনুরোধ জানান।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়