শনিবার ● ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

ষ্টাফ রিপোর্টার :: (২৬ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় ভোর ২.৩২ মিঃ) আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস৷ এই দিনে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে৷ ৩০ লক্ষ শহীদ ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা ৷ আমরা অর্জন করি রক্তে রঙিন লাল আর সবুজের ঘেরা বাংলাদেশের পতাকা৷ দেশের জন্য আত্মদানকারী বাংলাদেশের ৭ জন বীরশ্রেষ্ঠ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বশ্রদ্ধ চিত্তে সারা বাংলাদেশসহ বিশ্বের প্রতিটা দেশের মানুষ স্মরন করছে৷
রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়েছে৷
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ২৬ মার্চ ০০.০১ মিনিটে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন পুষ্প স্তবক অর্পণ করে ২৬ এর প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন৷
এসময় রাঙামাটি ৩৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য থৈম্রাচিং চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি পার্বত্য জেলার বন সংরক্ষক সামসুল আজম, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার রোবার্ট রোনাল পিন্টু, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন,ও প্রশাসনের জেলা পর্যায়ের কর্মকর্তাগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পৰে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ করেন৷

এছাড়া রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যৰ ড. টিপু সুলতান, রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য উষাতন তালুকদারের পক্ষে তার প্রতিনিধি, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি সরকারী কলেজ বিশ্ববিদ্যালয়, সিএইচটি পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট, রাঙামাটি নার্সিং ইনষ্টিটিউট, রাঙামাটি কৃষি সম্প্রসারন অধিদপ্তর, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুণর্বাসন কেন্দ্র, রাঙামাটি চারম্নশিল্পী পরিষদ, রাঙামাটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, রাঙামাটি শিশু একাডেমী, রাঙামাটি পাবলিক কলেজ, বনরম্নপা ব্যবসায়ী কল্যাণ সমিতি, জেলা আনসার ও ভিডিপি, রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিট,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, জেলা মহিলা লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, জেলা মত্স্যজীবি লীগ, কৃষক লীগ,আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন৷
জাতীয় পার্টি (এরশাদ) রাঙামাটি জেলা কমিটির সভাপতি হারম্ননুর রশীদ মাতব্বরের নেতৃত্বে এবং জেলা বার কাউন্সিল, রাঙামাটি জেলার নারী সংগঠন, রাঙামাটি জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা,পেশাজীবি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারী উন্নয়ন সংস্থা(এনজিও), রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়া কর্মীদের সংগঠন, রাঙামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মানবাধিকার সংস্থা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার সহিত তাদের নিজনিজ সংগঠনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন৷
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা কমিটির সভাপতি শাহ আলমের নেতৃত্বে জেলা বিএনপি, জেলা যুবদল, শ্রমিক দল, জাসাস, মহিলা দল, স্বেচ্ছা সেবক দল, ছাত্র দল ও বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন সকালে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে৷
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলৰে রাঙামাটি জেলার সকল মসজিদ, মন্দির, প্যাগোডা(কিয়াং) ও গীর্জায় শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার ব্যবস্থা রাখা হয়েছে৷
উল্লেখ্য, রাঙামাটি সাবেক মহকুমা প্রশাসক শহীদ বীর মুক্তিযুদ্ধা আব্দুল আলী এবারে ২০১৬ মরনোত্তর স্বাধীনতা পদক লাভ করেন৷





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন