শনিবার ● ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চাইল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্বাধীনতা দিবস পালন
চাইল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্বাধীনতা দিবস পালন

লংগদু প্রতিনিধি :: ২৬ মার্চ ২০১৬ আজ যথাযোগ্য মর্যাদয়ায় সারা দেশের ন্যায় চাইল্যাতলীতেও পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস-২০১৬। আজ শনিবার উপজেলার সুশিক্ষার কেন্দ্র বিন্দু ঐতিহ্যবাহী চাইল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। র্যালী, শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও স্থানীয় এলাকাবাসী। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীবৃন্দসহ প্রচুর মানুষ উপস্থিত ছিলেন।
বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৭ টায় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন ও শিক্ষক,ছাত্রছাত্রীদের উপস্থিতিতে র্যালী করা হয় ।এরপর তারা চাইল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি বছরের ন্যায় স্কুল ছাত্রীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী প্রমিলা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় ।এতে অংশগ্রহণ করে কাচালং ,যমুনা,পদ্মা ও মেঘনা প্রমিলা ক্রিকেট দল।
এছাড়াও এলাকার সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে স্থানীয় রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছেন।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়