মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঢাকা » সিরিয়া-তুরস্ক ভূমিকম্পে নিহত দের পরিবারের প্রতি গণতন্ত্র মঞ্চের সমবেদনা
সিরিয়া-তুরস্ক ভূমিকম্পে নিহত দের পরিবারের প্রতি গণতন্ত্র মঞ্চের সমবেদনা
দেশের দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে যখন দেশের মানুষের জীবন সংকটাপন্ন তখন প্রধানমন্ত্রীর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণায় তীব্র নিন্দা।
১১ ফেব্রুয়ারি শনিবার ঢাকা মহানগরে দিনব্যাপী গণসংযোগ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা।
৬ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক রাশেদ খান, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।
এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সহ সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, বাচ্চু ভুঁইয়া, গণ অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক ফারুক হাসান, সিনিয়র সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মহিবুল্লাহ বাহার, রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর প্রচার ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সাভার শুরুতেই তুরস্ক-সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে আহত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দ।
বিদ্যুতের দামবৃদ্ধিতে দেশের মানুষ যখন মহাসংকটে তখন প্রধানমন্ত্রীর ভবিষ্যতে আরো দাম বাড়ানোর ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে দেশের মানুষের এই মহা সংকটের সময়, চলমান লুটপাট বান্ধব লক্ষ কোটি টাকার অপ্রয়োজনীয় প্রকল্প থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান। ক্ষমতাসীন সরকারকে জনবিরোধী উল্লেখ করে জনগণকে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা।
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১১ই ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা মহানগরে দিনব্যাপী গণসংযোগ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে এইসব দাবির পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে, মঞ্চের নেতা কর্মীদের নিয়ে রাজধানীর মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত গণসংযোগ ও সমাবেশ করা হবে।





আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই