সোমবার ● ১৩ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বাঘের আতঙ্ক : জানা গেল বন বিড়াল
রাউজানে বাঘের আতঙ্ক : জানা গেল বন বিড়াল
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বিরল প্রজাতির মেছো বাঘ ও তিনটি শাবক পাহাড় থেকে এসে বসবাস করে ছিলেন এলাকার বসতঘরের পাশে মজুত করে রাখা লাকড়ি ঘরে। প্রথমে বাঘ সন্দেহে গত কয়েক দিন ধরে এলাকায় আতংক ছড়িয়ে পড়েন। পরে বিষয়টি রাউজান বন বিভাগে খবর দেওয়া হলে তারা রবিবার সকালে স্নেক রেসকিউ টিমসহ উদ্ধার কাজ করেন। প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে লাকড়ি ঘর থেকে একটি বাঘের মতো দেখতে প্রাণীকে কৌশলে আটক করে বস্তাবন্দি করার সময় পালিয়ে যান। পরে সেখানে তাকা ৩টি ছোট শাবুক উদ্ধার করা হয়। পরে শাবুক গুলো দেখে চিহ্নিত করা হয় এগুলো মেছোবাঘ। পরে ছোট শাবুক গুলো আবারও সেই লাকড়ি ঘরে রেখে দেওয়া হয়, যাতে মা এসে তাদের খুঁজে পান। উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের শাহাদুল্লাহ কাজীর বাড়ির মুসা সওদাগরের লাকরি ঘরে অবস্থান করেছিলো এই বাঘটি। মুসা সওদাগর জানান, আমরা বাঘ মনে করে অনেক ভয়ে ছিলাম। দেখতে একদম বাঘের মতো। বন বিভাগের কর্মকর্তা পল্লব কুমার সাহা উদ্ধার কাজে এসে জানান, আসলে প্রায় ৩-৪ ঘন্টা আমরা কাজ করেছি এটিকে উদ্ধার করতে, যেহেতু প্রাণীটি পালিয়ে যাওয়ার কারণে এটি কি মেছো বাঘ নাকি বন বিড়াল তা নিশ্চিত করা যাইনি। তবে তার শাবক দেখে মনে হচ্ছে এটি বন বিড়াল। এরা মানুষের ক্ষতি করেনা। এলাকার লোকজন জানান, বন উজার হওয়া কারনে প্রতিনিয়ত বনের নানা রকম প্রাণী এখন লোকালয়ে চলে আসছেন।





মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার