শুক্রবার ● ২৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » ঢাকা » বাজারের লাগাম টেনে ধরুন : শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করুন
বাজারের লাগাম টেনে ধরুন : শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাজারের লাগাম টেনে ধরতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন খাদ্যপণ্যের লাগামহীন উর্ধগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকরি কোন নিয়ন্ত্রণ না থাকায় বাজারে মুনাফাখোর জ্বালিয়াত সিন্ডিকেটসমূহের এক ধরনের স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বাজার সিন্ডিকেট সরকারের মধ্যে আর এক সরকার কায়েম করেছে এবং প্রতিদিন যথেচ্ছ মুনাফা লুটে নিচ্ছে।
তিনি উল্লেখ করেন, খাদ্যপণ্যের যথেষ্ট মজুদ থাকা স্বত্বেও বেপরোয়া সিন্ডিকেটসমূহ প্রায় প্রতিটি পণ্যের কৃত্রিম সংকট তৈরী করছে।সরকার ও সরকারি নানা সংস্থার সাথে এদের অশুভ আঁতাতের কারণে এরা ধরাছোঁয়ার বাইরে।
তিনি বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের পাশাপাশি শ্রমজীবী মেহনতী ও স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
আজ সকালে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত আহবান জানান।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক জামাল সিকদার, সদস্যসচিব গোলাম রাজিব, মঞ্জুরুল ইসলাম, ফারুক মন্ডল, মোহাম্মদ মুরাদ, মহিবুল্লাহ রুবেল , মোহাম্মদ শহীদুল, মোহাম্মদ আজিজ, রেজাউল করিম প্রমুখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ রিকশা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত করতে সংগঠনের ১০ দফা বাস্তবায়নে আন্দোলন জোরদার করার আহবান জানান।
সভায় রিকশা শ্রমিকদের বাঁচার দাবিতে আগামী ৭ এপ্রিল মানববন্ধন - সমাবেশ সফল করার আহবান জানানো হয়।





কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান