বুধবার ● ৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ঢাকা » বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র ক্ষোভ ও বেদনা
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র ক্ষোভ ও বেদনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আজ ঢাকার বংগবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ সহস্রাধিক কাপড়ের দোকান ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও বেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানসমূহ এর দায়দায়িত্ব কোনভাবেই এড়িয়ে যেতে পারেনা। একেবারে কাছে ফায়ারব্রিগেড থাকার পরও অগ্নিনির্বাপণে বিলম্ব ও এত বিশাল ক্ষয়ক্ষতি কোনভাবেই মেনে নেওয়া যায়না।এই মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনায় কোন অন্তর্ঘাত আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার।
বিবৃতিতে তিনি বলেন, ঢাকার নিরাপত্তা যে প্রবল ঝুঁকির মধ্যে তা আরও একবার প্রমানিত হল।ঢাকা যে একটা অগ্নিকুন্ডের নগরীতে পরিনত হয়েছে সাম্প্রতিক ঘটনাবলিতে তা স্পষ্ট হয়েছে। কাঠামোগত এইসব ঝুঁকি রোধ করা না গেলে আগামীতে আরও বড় ধরনের বিপদের আশংকা রয়েছে।
বিবৃতিতে তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি এই ঘটনার উপযুক্ত তদন্ত করে এর দায়দায়িত্ব চিহ্নিত করার দাবি জানান।
তিনি অগ্নিকাণ্ডে সর্বস্বহারা ব্যবসায়ীদের সম্ভব স্বল্পতম সময়ে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করারও আহবান জানান।





দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫
গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন
গুলশান-বনানী পূজামণ্ডপে মা দুর্গার প্রতিমার বিসর্জন শেষে দুর্গা মায়ের শান্তির জল প্রদান
গণ শুনানি ছাড়া কোন মেগা প্রকল্প গ্রহণ করা যাবেনা
বারিধারা ডিওএইচএ দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন ডিবিসি নিউজ চ্যানেল এর পরিচালক
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধণ অটুট রাখতে হবে : সাইফুল হক
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
সরকার পতিত সরকারের ছেড়া জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে