বুধবার ● ৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ঢাকা » বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র ক্ষোভ ও বেদনা
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র ক্ষোভ ও বেদনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আজ ঢাকার বংগবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ সহস্রাধিক কাপড়ের দোকান ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও বেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানসমূহ এর দায়দায়িত্ব কোনভাবেই এড়িয়ে যেতে পারেনা। একেবারে কাছে ফায়ারব্রিগেড থাকার পরও অগ্নিনির্বাপণে বিলম্ব ও এত বিশাল ক্ষয়ক্ষতি কোনভাবেই মেনে নেওয়া যায়না।এই মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনায় কোন অন্তর্ঘাত আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার।
বিবৃতিতে তিনি বলেন, ঢাকার নিরাপত্তা যে প্রবল ঝুঁকির মধ্যে তা আরও একবার প্রমানিত হল।ঢাকা যে একটা অগ্নিকুন্ডের নগরীতে পরিনত হয়েছে সাম্প্রতিক ঘটনাবলিতে তা স্পষ্ট হয়েছে। কাঠামোগত এইসব ঝুঁকি রোধ করা না গেলে আগামীতে আরও বড় ধরনের বিপদের আশংকা রয়েছে।
বিবৃতিতে তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি এই ঘটনার উপযুক্ত তদন্ত করে এর দায়দায়িত্ব চিহ্নিত করার দাবি জানান।
তিনি অগ্নিকাণ্ডে সর্বস্বহারা ব্যবসায়ীদের সম্ভব স্বল্পতম সময়ে উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করারও আহবান জানান।





মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাইফুল হক ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন
এশিয়ায় তামাক কোম্পানির হস্তক্ষেপ সবচেয়ে বেশি বাংলাদেশে
রিহ্যাব মেলায় আশিয়ান সিটির চমক: বিনিয়োগে কয়েক গুণ মুনাফা ও আধুনিক আবাসনের নিশ্চয়তা
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে অভিনন্দন
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন