শনিবার ● ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটার সম্ভাবনা নেই : সামসুল আরেফিন (ভিডিওসহ)
রাঙামাটির আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটার সম্ভাবনা নেই : সামসুল আরেফিন (ভিডিওসহ)

ষ্টাফ রিপোর্টার :: (৯ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৪০মিঃ) রাঙামাটিতে আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে, অবনতি ঘটার সম্ভাবনা নেই ৷ ১৪২৩ বাংলা নববর্ষ ও পাহাড়ের সর্ববৃহত্ সামাজিক উত্সব বৈসাবি পালনের ক্ষেত্রে সকল সম্প্রদায়ের সমান অংশগ্রহন রয়েছে বলে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে এক স্বাক্ষাতকারে বলেছেন রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন ৷
পাহাড়ের সকল সম্প্রদায় ধনী গরীব সকলে যেন ১লা বৈশাখ ও বৈসাবি উত্সব পালন করতে পারে সেজন্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে খদ্যশস্য বরাদ্ধ দেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক ৷
পার্বত্যঞ্চলের এই উত্সব আরো সামগ্রিক করতে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ১০ এপ্রিল থেকে একই সাথে বৈসাবি ও বৈশাখী অর্থাত্ ১লা বৈশাখ ও বৈসুক, সাংগ্রাই, বিজু মেলা শুরু হবে ৷ এছাড়া ১৪ এপ্রিল র্যালী দিয়ে শুরু হবে দিনের কর্মসূচী, পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা উত্সব ৷
এর আগে ৬ এপ্রিল বুধবার রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে বৈসাবি ও ১লা বৈশাখের যে মূল র্যালী সবার সাথে জেলা প্রশাসন ও অংশ গ্রহণ করেছিল বলে জানান জেলা প্রশাসক সামসুর আরেফিন ৷
রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, আমরা চাই রাঙামাটি পার্বত্য জেলার সকল সম্প্রদায় নিজনিজ উত্সব একসাথে সম্প্রীতির মাধ্যমে প্রতিপালন করুক, এতে করে সকল সম্প্রদায়ের সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরো বৃদ্ধি পাবে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, আমি অত্যান্ত আশাবাদী ১৪২৩ বাংলা বর্ষ যেটা আমরা বরন করতে চলেছি, বছরটা অনেক ভালো হবে এবং এ অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে, শান্তি শৃংখলা বজায় থাকবে ৷
পুরোনোকে বিদায় করে নতুনকে বরন করবো৷ জাতি, ধর্ম, বণর্, গোষ্ঠী বা সম্প্রদায় সব কিছুর উর্ধ্বে থেকে সকলে একত্রিত উত্সব করবো, ধর্ম যার যার উত্সব সবার বলেন, জেলা প্রশাসক ৷
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত সকলকে বৈসুক,সাংগ্রাই, বিষু, বিহু ও বিজু’র অগ্রিম শুভেচ্ছা জানান রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক সামসুল আরেফিন ৷
(ভিডিও দেখুন)





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়