বুধবার ● ৮ মে ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ভোট গণনা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা
ঘোড়াঘাটে ভোট গণনা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: সারাদেশে অনুষ্ঠিত ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাটে ভোট গণনা কক্ষে সাংবাদিকদের প্রবেশে বাধা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ মে) অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৪১নং লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক ও দায়িত্বরত পুলিশ অফিসার দৈনিক প্রতিদিনের সংবাদ এর ঘোড়াঘাট প্রতিনিধি এসএম আরিফুল ইসলাম জিমন ও দৈনিক সোনালী কন্ঠ এর প্রতিনিধিকে ভোট গণনা কক্ষে প্রবেশে বাধা দেন।
অভিযোগের বিষয়ে দৈনিক প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি এসএম আরিফুল ইসলাম জিমন জানান, উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনার আগ মুহুর্তে ব্যালট বাক্স গণনা কক্ষে নিয়ে যাওয়ার পর আমি ও আমার এক সহকর্মী গণনা কক্ষে প্রবেশ করলে বেলাল নামে দায়িত্বরত এক পুলিশ অফিসার আমাদেরকে গণনা কক্ষ থেকে বের হতে বলেন। এসময় আমরা নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী গণমাধ্যম কর্মীরা ভোট গণনা কক্ষে থেকে ছবি তুলতে পারবে বলে জানালে তিনি তা অস্বীকার করে জানান, নীতিমালায় কি আছে জানিনা তবে সাংবাদিকরা গণনা কক্ষে থাকতে পারবে না। এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের সাথে কথা বললে তিনিও ভোট গণনা কক্ষে থাকা যাবে না বলে নিষেধ করে বলেন, নির্বাচন অফিসারের সাথে আমার কথা হয়েছে সাংবাদিকরা ভোট গণনা কক্ষে থাকতে পারবে না। সে সময় আমি প্রিসাইডিং অফিসারকে বলি নির্বাচন কর্মকর্তার সাথে মুঠোফোনে আমার কথা হয়েছে তিনি থাকতে বলেছেন, তারপরও তিনি ভোট গণনা কক্ষে সাংবাদিকরা থাকতে পারবে না বলে অস্বীকৃতি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহিনুর আলমের সাথে নির্বাচনী কন্ট্র্রোল রুমে কথা হলে তিনি বলেন, আমি তো বলেছি সাংবাদিকরা ভোট গণনা কক্ষে থাকতে পারবে কিন্তু প্রিসাইডিং অফিসার কেন বাধা দিয়েছে বিষয়টি খতিয়ে দেখছি।





সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে : বিএফইউজে সভাপতি
পার্বতীপুরে শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পার্বতীপুরে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহা সড়ক অবরোধ
পার্বতীপুরে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান
দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলনের ডাক
মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
রেলওয়ে রানিংস্টাফদের ৯ম পে স্কেল এর দাবিতে আন্দোলনের হুমকি
ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা
পার্বতীপুর প্রেসক্লাবের তফশিল ঘোষণা : ভোট গ্রহণ ৯ ডিসেম্বর
পার্বতীপুরে মোকছেদুল আলম এর বিরুদ্ধে মানববন্ধন