বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে নবীন বরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে নবীন বরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সংগঠন ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে নবীন বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ জুন বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আয়োজক সংগঠনের সভাপতি রেজভী হাসানের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদুল ইসলাম এবং তাসকিয়া জাহান ঐশির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ সংগঠনের সাবেক সদস্য ও আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপির যোগাযোগ ও সমন্বয়ক কর্মকর্তা আক্তারুল ইসলাম, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, শিক্ষার্থীর অভিভাবক সানোয়ার হোসেন সানু প্রমুখ।
অনুষ্ঠানের প্রথমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। শেষে সংগঠনের বর্তমান সভাপতি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাউয়ুম ইসলামকে সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিবকে সাধারণ সম্পাদক করে এক বছরর জন্য নতুন কমিটি ঘোষণা করেন।





পার্বতীপুরে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা
সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে : বিএফইউজে সভাপতি
পার্বতীপুরে শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পার্বতীপুরে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহা সড়ক অবরোধ
পার্বতীপুরে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান
দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলনের ডাক
মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
রেলওয়ে রানিংস্টাফদের ৯ম পে স্কেল এর দাবিতে আন্দোলনের হুমকি
ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা
পার্বতীপুর প্রেসক্লাবের তফশিল ঘোষণা : ভোট গ্রহণ ৯ ডিসেম্বর