রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে জমি-জমা সংক্রান্ত জের ও ফেইসবুকের পোস্ট এবং কমেন্টকে কেন্দ্র করে ভাবি-ভাতিজা সহ তাদের স্ব-পক্ষের সন্ত্রাসীদের মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১১ আগস্ট দুপুরে উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের ভুক্তভোগী আল-আমিন সরকার স্বপন (৪৬) তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ভাবি শাকিলা পারভীন ও ভাতিজা জোবায়ের শিফার সাথে দীর্ঘদিন থেকে জমি-জমা সংক্রান্ত জের নিয়ে মামলা চলে আসতেছিল, যা আদালতে বিচারাধীন রয়েছে। এমতবস্থায় আমার ভাতিজা জোবায়ের শিফা বর্তমানে সারা দেশের চলমান পরিস্থিতিকে নিয়ে ফেইসবুকে একটি নেতিবাচক পোস্ট করেন। যাতে আমি একটি কমেন্ট করি। ফেইসবুক পোস্টের কমেন্ট ও পারিবারিক বিরোধকে কেন্দ্র এবং দেশের চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে গত ১০ আগস্ট শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে আমার ভাবি-ভাতিজা ও তাদের ভাড়াটে লোকজন আমাদের বন্ধ এস.আর.বি ইট ভাটায় অবস্থান করছিল। আমি লোক মারফতে বিষয়টি জানতে পেরে ঘটনস্থলে গেলে তাদের হাতে থাকা লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে মারপিট করেন ।
এ সময় অভিযুক্ত ব্যক্তিরা আমার গলার চেইন, হাতঘড়ি ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ঘটনাকালে আমার ভাবি শাকিলা পারভীন তার গাড়ী থেকে একটি ছোরা বের করে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসলে আমার আত্নচিৎকারে এলাকার লোকজন উপস্থিত হয়ে আমাকে ছিলা, ফুলা জখম অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও দায়িত্বরত সেনা কর্মকর্তা হাসপাতালে দেখতে আসেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা শুনে ন্যায় বিচারের আশ্বাস প্রদান করেন। একই দিন রাতে আমি আমার স্ত্রী মারফত ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করেছি। এখন পর্যন্ত এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।





পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
দিনাজপুর-৫ মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু’র সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়
পার্বতীপুরে মেধাবৃত্তি পরীক্ষায় ল্যাপটপসহ ২ লক্ষ টাকার পুরুষ্কার
পার্বতীপুরে ধর্ষণ চেষ্টায় জামাই গ্রেপ্তার শাশুড়ির অভিযোগ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর বিদ্যুৎ উৎপাদনে ফিরল
পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই
পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১শত একর বনভূমি দখল
র্যাব-১৩ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার-২
পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ
পার্বতীপুরে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ