বুধবার ● ২১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে হরিপাড়া উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২১ আগস্ট দুপুর ২ টায় বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতির ছেলে সাবেক সভাপতি শামসুদ্দিন মন্ডল সংবাদ সম্মেলনে বলেন, গত ১৫ আগস্ট ২০২৩ইং সালে ৩ জন কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও গত ৩০ জুন ২০২৪ইং সালে নিয়োগ বোর্ডের মাধ্যমে একজন অফিস সহায়ক ও একজনকে আয়া পদে নিয়োগ দেখানো হয়। অত্র বিদ্যালয়ে কর্মচারীদের জন্য নির্দিষ্ট হাজিরা খাতা থাকলেও নবনিযুক্ত ২ জনের জন্য আলাদা একটি হাজিরা খাতা তৈরি করা হয়েছে। হাজিরা খাতা ও যোগদান পত্র অনুযায়ী নবনিযুক্ত কর্মচারীদের নিয়মিত হাজিরা দেখানো হলেও তারা অজ্ঞাত কারণে দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর গত ৩ দিন থেকে পৃথক হাজিরা খাতায় স্বাক্ষর পূর্বক কর্মস্থলে উপস্থিত হচ্ছেন। আমরা বিষয়টি জানার পর বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানতে পারি নবনিযুক্ত ২ জন কর্মচারীদেরকে কখনো বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়নি। গত ৩ দিন থেকে তারা নিয়মিত বিদ্যালয়ে আসছেন। বিদ্যালয়ের মানেজিং কমিটির সদ্য সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম জালু ও প্রধান শিক্ষক হাফিজার রহমান পুরো জালিয়াতি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
এছাড়া বিদ্যালয়ের নিজস্ব জমি লীজ প্রদানের অর্থ, দোকান ভাড়া, গোপনে শিক্ষকদের টিউশন ফি উত্তোলন ও ব্যাংক হিসাব জালিয়াতির মাধ্যমে বিদ্যালয়ে মানেজিং কমিটির সদ্য সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ ও মানেজিং কমিটির সদ্য সাবেক সাবেক সভাপতি সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য বদিউজ্জামান মন্ডল, এলাকার গন্যমান্য ব্যক্তি সহ অনেকে উপস্থিত ছিলেন।





পার্বতীপুরে শ্লীলতাহানির অভিযোগে, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ডিজিএম গ্রেপ্তার
দিনাজপুর-৫ মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু’র সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময়
পার্বতীপুরে মেধাবৃত্তি পরীক্ষায় ল্যাপটপসহ ২ লক্ষ টাকার পুরুষ্কার
পার্বতীপুরে ধর্ষণ চেষ্টায় জামাই গ্রেপ্তার শাশুড়ির অভিযোগ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর বিদ্যুৎ উৎপাদনে ফিরল
পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই
পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১শত একর বনভূমি দখল
র্যাব-১৩ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার-২
পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ
পার্বতীপুরে নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ