

বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিরোধের জেরে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন
মিরসরাইয়ে বিরোধের জেরে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে যায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বৈঠকের মধ্যে ভাগিনার ছুরিকাঘাতে মামা হারুন অর রশিদ (৪৫) নিহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন ওই এলাকার মো. সেকান্দারের ছেলে। ঘটনার পর থেকে ভাগিনা শাহীন আলম পলাতক।
অভিযুক্ত শাহীন একই বাড়ির মো. হালিমের ছেলে। নিহত হারুনের দুই সন্তান রয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলেন।
নিহত হারুনের পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসী হারুন ও তার বোন শাহানার সঙ্গে জমির হাঁটার পথ ও পানি যাওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের মীমাংসার জন্য বুধবার (৯ জুলাই) আসরের নামাজের পর তাদের বাড়িতে বৈঠক বসে। বৈঠকে বোন-ভাগিনার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভাগিনাকে মামা চড় দেন। এরপর ভাগিনা ঘরে গিয়ে ছুরি এনে কিছু বুঝে উঠার আগেই মামার বুকে আঘাত করেন। এরপর সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. রুম্মান বলেন, ভিকটিমকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, তিনি হাসপাতালের আসার আগেই মারা গেছেন। তার বুকের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের তিনটি টিম হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। নিহত হারুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে।
মিরসরাইয়ের জোরারগঞ্জের মেলখুম ট্রেইলের উপর থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু, আহত-৩
মিরসরাই :: মিরসরাইয়ের মেলখুম ট্রেইলের উপর থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- গালিব (২২) ও হৃদয় (২২)।
জানা গেছে, মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টায় ফেনী থেকে তিন বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। তাদের সাথে যোগ দেন স্থানীয় আরও দুইজন।
আহত স্থানীয় সৈকত ইসলাম মিরাজ বলেন, মঙ্গলবার সকালে আমরা ৫ জন সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ঘুরতে যায়। যাওয়ার পর একজনের ব্যাগ পড়ে যায়, তখন ব্যাগ উদ্ধার করতে গিয়ে দুইজন নামলে তারা মেলখুম ট্রেইলের মধ্যে পড়ে গিয়ে মারা যায়।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ৫ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুরে আড়াইটা গিয়ে ঘটনাস্থল থেকে গালিব এবং হৃদয়ের মরদেহ উদ্ধার করি। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।