

বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » জুলাই সনদ নিয়ে তালবাহানা বরদাস্ত করা হবে না : জুলাই যোদ্ধা সংসদ
জুলাই সনদ নিয়ে তালবাহানা বরদাস্ত করা হবে না : জুলাই যোদ্ধা সংসদ
বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ বলেছেন জুলাই সনদ নিয়ে আর কোন তালবাহানা বরদাস্ত করা হবে না। জুলাই সনদ ঘোষনার কাজটি এই সরকারের অগ্রাধিকার ভিত্তিতে এক নম্বর এজেন্ডা হওয়ার কথা থাকলেও তারা অদৃশ্য কারণে সে পথে হাঁটেন নি। নেতৃবৃন্দ বলেছেন, দেড় সহস্রাধিক শহীদের জীবন আর হাজার হাজার আহতদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই নতুন বাংলাদেশ কারো ব্যক্তিগত আখের গুছানোর লীলাভূমি হতে পারে না।
আজ ১০ জুলাই সকালে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভাতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর আহ্বায়ক আবু হাসান টিপুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা এন আর বি মামুন, রফিকুল ইসলাম, আব্দুর রহমান, আলি নেওয়াজ তালুকদার টরী, মোহাম্মদ নাজমুল হাসান রুমি, কাজী মোঃ মাকসুদুল ইসলাম, নাঈমূর রওনক খান, গিয়াসউদ্দিন প্রমুখ।
আগামী ১৬ জুলা জুলাই শহীদ দিবস উপলক্ষে সকাল ১১ টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও শহরের প্রধান প্রধান সড়কে মৌন মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।