

সোমবার ● ১৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
রাঙামাটি :: ঢাকা ও খুলনায় সাম্প্রতিক সময়ে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি জেলা শাখা।
সোমাবার ১৪ জুলাই ২০২৫ বিকাল সাড়ে ৪টায় রাঙামাটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা গিয়ে অবস্থান নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি ফারুখ আহমেদ সাব্বির এবং প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
এছাড়া বক্তব্য রাখেন- ফজলুর ইসলাম, যুগ্ম-সম্পাদক, জেলা ছাত্রদল আল আমিন, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলি আহাদ, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল ইসলাম রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুক শাকুর জাবেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব বশর আজাম, থানা ছাত্রদলের আহ্বায়ক ওমর মর্শেদ, সভাপতি, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল শরীফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল।
ছাত্রদল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গোপন সংগঠনের মদদে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি, বিচারহীনতা ও রাজনৈতিক হয়রানির জন্য বক্তারা সরকারকে দায়ী করেন।
তারা অভিযোগ করেন, জামায়াত-শিবির ও এনসিপি’র কিছু অংশ বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকেই জবাব দেবে বলে ঘোষণা দেন নেতারা।
ছাত্রদল নেতারা বলেন, বিএনপি দেশের মাটি ও মানুষের দল। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলা, ষড়যন্ত্র এবং অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকবে এবং যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে।