

বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মামুন হত্যাকান্ডের বিচারের দাবিতে কাউখালীতে মানববন্ধন
মামুন হত্যাকান্ডের বিচারের দাবিতে কাউখালীতে মানববন্ধন
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: সুগারমিল আদর্শ গ্রামের পোল্ট্রি ব্যাবসায়ী নিহত মোহাম্মদ মামুনের হত্যার বিচারের দাবিতে কাউখালী উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি বুধবার ১৬ জুলাই-২০২৫ সকাল সাড়ে ১১ টার সময়ে উপজেলা গোল চত্বরে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা গোল চত্বরে এসে এক মানববন্ধন সমাবেশে মিলিত হন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কলমপতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম,কলমপতি ইউপি সদস্য মো. রেজাউল করিম (মেম্বার),পল্লী চিকিৎসক মো. আবুল বশর নিহত পোল্ট্রি ব্যাবসায়ীর পিতা, মোহাম্মদ আলী আহমদ ও তার ছেলে সহ আরো অনেকে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,পোল্ট্রি ব্যাবসয়ী মামুন ছিলেন সদালাপী একজন সৎ মানুষ,এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে। তার ২ ছেলে ১ মেয়ে আজ এতিম। এদের দায়িত্ব কে নিবে? তার বৃদ্ধ মা বাবাকে কে দেখাশুনা করবেন? বক্তারা বলেন আমরা এই খুনী কামরুল হাসান ও তার দোসরদের ফাঁসি চাই। আমাদের সমাজে যেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর কখনো না ঘটে এবং খুনী কামরুলের সাথে যারাই জড়িত পুলিশ প্রশাসন যেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনে এবং তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক এটাই সকলের একমাত্র দাবি বলে বক্তারা বিক্ষোভ সমাবেশে এই জোরালো দাবি জানান।
উল্লেখ্য যে, উপজেলার কলমপতি ইউনিয়নের সুগারমিল আদর্শ গ্রামের বাসিন্দা আলী আহমদের ছেলে নিহত পোল্ট্রি ব্যাবসায়ী৩ সন্তানের জনক মে. মামুন (৪০) গত ৭ জুলাই ২০২৫ তারিখে তার পোল্ট্রি ফার্মের পুরাতন কর্মচারী মোঃ কামরুল হাসান গংয়ের দ্বারা অপহরণ করা হয় এবং ১০ লক্ষ টাকা মুক্তিপন ছেয়ে না পেয়ে মামুন কে চায়ের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে রানীর হাট মামুনের ভাড়া বাসায় হত্যা করে লাশ বস্তাবন্দি করে কলমপতি ইউনিয়নের মাঝের পাড়া দূর্গম পাহাড়ি এলাকায় মাটিচাপা দেন।
পরে পুলিশ হত্যাকান্ডের মূল নায়ক কামরুল হাসান কে ৯ দিন পরে লক্ষিপুর হতে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার জবানবন্দি মুলে গত ১৫ জুলাই-২০২৫ কাউখালী থানা পুলিশ মৃতদেহ টি উদ্ধার করেন এবং পোস্ট মর্টেম শেষে পরিবারের নিকট মৃতদেহ টি হস্তান্তর করেন এবং বিকেল বেলা সুগার মিল আদর্শ গ্রাম নিহত মামুন কে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।