

বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে জুলাই শহীদ দিবস-২০২৫ উদযাপিত
চুয়েটে জুলাই শহীদ দিবস-২০২৫ উদযাপিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, তরুণরা চাইলে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে সেই পরিবর্তন শুধু তখনই সম্ভব যখন তারা নৈতিকতা, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাধিকার দেবে। তরুণদের জন্য দরকার একটি পরিচ্ছন্ন পরিবেশ যেখানে তারা কোন স্বার্থের শিকার হবে না বরং জনগণের প্রকৃত প্রতিনিধি হয়ে উঠবে। আমাদের প্রত্যাশা বাংলাদেশের তরুণদের স্বপ্ন, চিন্তা, কল্পনা এবং কাজকর্মের কেন্দ্রবিন্দুতে থাকবে দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। জাতিকে তরুণরা উপহার দেবে একটি শান্তি ও সৌহার্দপূর্ণ সুন্দর বাংলাদেশ।
তিনি জুলাই আন্দোলনে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই শহীদরা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার। আমরা যেন জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে সবাই এগিয়ে যেতে পারি, সে লক্ষে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আজ ১৬ জুলাই বুধবার ২০২৫ বেলা ১২ টায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। এতে আরও বক্তব্য রাখেন ডিনবৃন্দদের পক্ষে মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, প্রভোস্টগণের পক্ষে শহীদ আবু সাঈদ হল এর প্রভোস্ট অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, শিক্ষক সমিতি এর সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, কর্মকর্তা সমিতি এর সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ ইকরাম, স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব জনাব প্রিয়তোষ চক্রবর্তী, শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ১৯ ব্যাচের ছাত্র তাশাক আল আবিদ, যন্ত্রকৌশল বিভাগের ১৯ ব্যাচের ছাত্র তানভীর আহমেদ চৌধুরী, পুরকৌশল বিভাগের ১৯ ব্যাচের ছাত্র মাহফুজার রহমান মোহাব্বত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর ২০ ব্যাচের ছাত্র আদিল রায়হান ও পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের ছাত্র ইফতেখার মাহমুদ তন্ময়। এতে সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত, বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন।
চুয়েটে চালু হলো অনলাইন গ্রেডশীট সেবা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আজ থেকে চালু হয়েছে অনলাইন গ্রেডশীট সেবা।
আজ ১৬ জুলাই বুধবার ২০২৫ সকালে এই সিস্টেমের উদ্বোধন করেন চুয়েট এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। তিনি এই সিস্টেম সুন্দরভাবে চালু রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি এই সিস্টেম তৈরি ও চালুতে সহযোগিতাকারী সকলকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।
প্রসঙ্গত: এর আগে স্নাতক পর্যায়ে বিভিন্ন লেভেল-এ অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে টার্ম ফাইনাল পরীক্ষা শেষে পরীক্ষা শাখা হতে গ্রেডশীট এর হার্ড-কপি প্রস্তুত করে প্রদান করা হতো। শিক্ষার্থীদের মাঝে এই গ্রেডশীট উত্তোলনের ক্ষেত্রে অনীহা পরিলক্ষিত হয়। গ্রেডশিট হারিয়ে ফেলার ভয়ে শিক্ষার্থীরা সাধারনত গ্রাজুয়েশন শেষ করে সবগুলি গ্রেডশীট একসাথে সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে শিক্ষার্থীগণ তাদের একাডেমিক প্রোগ্রাম সংক্রান্ত বিষয়ে অনেক সময় অবহিত হতে পারে না। এ সকল সমস্যা দূরীকরনের লক্ষে আইআইসিটি, চুয়েট এর কারিগরী সহায়তায় এবং পরীক্ষা শাখার সার্বিক তত্বাবধানে “শিক্ষার্থীদের অনলাইন গ্রেডশীট” প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীগণ তাদের নিজস্ব পোর্টাল-এ প্রবেশ করে গ্রেডশীট ট্যাব ব্যবহার করে নির্দিষ্ট লেভেল ও টার্ম এর গ্রেডশীট দেখতে বা ডাউনলোড করতে পারবে। এছাড়াও শিক্ষার্থীদের এডভাইজারগণ তাদের নিজস্ব পোর্টাল থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীর গ্রেডশীট দেখতে বা ডাউনলোড করতে পারবেন। এতে করে শিক্ষার্থীদের একাডেমিক প্রোগ্রেস এর বিষয়টি পর্যবেক্ষণ করা সহজতর হবে। এর পাশাপাশি যদি কোন শিক্ষার্থীর যেকোন গ্রেডশিট এর অরজিনাল হার্ড কপি এর প্রয়োজন হয়, তাহলে পরীক্ষা শাখার নির্ধারিত ফরম এর মাধ্যমে আবেদন প্রদান করে সংগ্রহ করতে পারবে।
চুয়েটের এমএমই বিভাগের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “এমএমই-১৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান” সম্পন্ন হয়েছে। গত ১৫ জুলাই মঙ্গলবার ২০২৫ বিকালে একাডেমিক ভবন-৫ প্রাঙ্গনে আয়োজিত “এমএমই-১৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান”-এ প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। এমএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আরাফাত রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমএমই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জদ আহমেদ। এতে সঞ্চালনা করেন এমএমই ২১ ব্যাচের শিক্ষার্থী মাহির ওয়াসিফ ও আফরোজা বিনতে সারোওয়ার।