বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায়
নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায়
জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণা শেষে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ বলেছেন, দীর্ঘ এক বছর অতিক্রান্ত হলেও বর্তমান অনÍর্বতীকালীন সরকার এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের খুনি শেখ হাসিনাসহ সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য হত্যাকারী ঘাকতদের গ্রেফতার কিংবা বিচারের আওতায় আনতে পারেননি। কয়েকবার সময় দেয়ার পরও জুলাই ঘোষণা ও জুলাই সনদ আজও আলোর মুখ দেখেনি। তারা বলেন, ফ্যাসিবাদী শাসনকালে সংঘটিত হত্যাকান্ডের বিচার ও সংস্কারের প্রক্রিয়া জোরদার করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায়।
নেতৃবৃন্দ আরও বলেন, বিচার, সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কোন ভাবেই বিনষ্ট হতে দেয়া যাবেনা। হাজারো শহীদের রক্তভেজা পথে গণতান্ত্রিক উত্তরণের এরকম সময় বারে বাবে আসবেনা। রাজনৈতিক ভিন্নতার মধ্যেও রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ন্যুনতম ঐক্য ধরে রাখতে হবে।
আজ ১৬ জুলাই বুধবার সকাল ১১টায় বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর আহবায়ক আবু হাসান টিপুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা নুর রহমান ভূঁইয়া মামুন, আমজাদ হোসেন শামীম, আব্দুর রহমান, মোহাম্মদ নাজমুল হাসান রুমি, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ-এর আহবায়ক বদরুল হক প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, রাজিব হোসেন, আলী নেওয়াজ তালুকদার টরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোঃ রনি, কাজী মোহাম্মদ মাকসুদুল ইসলাম প্রমূখ।





সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান
আরিচা ঘাটের সেকাল আর একাল
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর