

সোমবার ● ১৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস -২০২৫ ইংরেজি সোমবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয় ময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শীবলি সফিউল্লাহ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বেতবুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের এফপিআই শাহানুর আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফটিকছড়ি এফপিআই প্রগতি চাকমা।
এসময় উপজেলা ইন্সট্রাক্টর মোঃ গিয়াস উদ্দিন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাহাবুদ্দিন হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীতা চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা রমা রানী দাশ, উপজেলা জণ স্বাস্থ্য প্রকৌশলী জিনী চাকমা,কাউখালী থানার প্রতিনিধি এ এস আই মোঃ মোজাম্মেল, সাংবাদিক মোঃ ওমর ফারুক, মাওচিং চৌধুরী, মোঃ মঈনুল কাদের, অংশি প্রু মারমা, এফডাব্লিউ চম্পা চাকমা, এফডাব্লিউ জয়া চাকমা সহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের সকল স্টাফ বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের কয়েকজন কর্মীকে বিভিন্ন কাজের স্বিকৃতি স্বরুপ প্রধান অতিথি কতৃক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় পাশাপাশি জেলা পর্যায়ে কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কতৃক শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।