শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার-৬
ঈশ্বরগঞ্জে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার-৬
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আলোচিত রাকিবুল হাসান হত্যা মামলার আসামীসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সোহাগি ইউনিয়নের হাটুলিয়া গ্রাম থেকে গত বৃহস্পতিবার আব্দুস সালামের ছেলে রাকিবুল হাসান (১৮) নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ রাতেই অভিযান পরিচালনা করে বাদীর অভিযোগের প্রেক্ষিতে রাকিবুল হাসান হত্যা মামলায় জড়িত সন্দেহে একই গ্রামের হানিফ খান পাঠানের ছেলে জোবায়ের হাসান (১৯) ও মুসলিম উদ্দিনের ছেলে কাউসার আহমেদ (১৯) কে গ্রেফতার করে।
অপরদিকে মারামারি মামলায় উপজেলার মাইজবাগ ইউনিয়নের বড় উত্তমপুর গ্রামের মৃত শরবত আলীর ছেলে মিজানুর রহমান ওরফে মিজহারুল (৩৫), আমিনুল ইসলামের ছেলে রাকিবুল হাসান ওরফে সেতু মিয়া (২৫), মৃত মিয়া হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৫৫) ও গ্রেফতারি পরোয়ানামূলে মগটুলা ইউনিয়নের বৈরাটি ছাতিয়ানতলা গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল মিয়া (২৪)কে গ্রেফতার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও সার্কেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে হত্যা মামলায় সন্দেহ্জনক দুই আসামিসহ ছয়জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”





ঈশ্বরগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় নেই আগের জৌলুস
ঈশ্বরগঞ্জে জমি বিরোধে এক পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ
ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও রেজাউল করিমের বদলি
ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার
গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে
ঈশ্বরগঞ্জে আ’লীগ নেতাসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা, আহত এনসিপি নেতাকর্মী
লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে আটক-৫
আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান